বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (পঞ্চবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ) ধৌত করা হয়। এই উপায়ে লাক্ষর যে-সকল চুর্ণ স্বাভাবিক অবস্থাতেই ছয়-ঘরা চালনীর ভিতর দিয়া গলিয়া যায়, সেগুলিকে পুনরায় গুড়াইবার প্রম লাঘব कब्रt ट्ध । উক্ত প্রস্তুত-প্রণালীতে বহুবিধ দোষ থাকায় উহা দ্বারা উৎপন্ন বস্তও অত্যন্ত অপকৃষ্ট হইয়া, থাকে। ইহা দেখা ২গিয়াছে ধে, উৎপন্ন গালার ভালোমন্দ গুণ নিম্নলিখিত তত্ত্ব বা মূল স্বত্রগুলির প্রয়োগের উপর নির্ভর করে। এইসকল নিয়ম বা মূলতত্ব যথাযথভাবে পালন করিলে অত্যুৎকৃষ্ট (superline), উৎকৃষ্ট (finc) এবং নির্দিষ্ট আদর্শের (standard) গ’ল৷ সকলেই সকল সময়ে প্রস্তুত করিতে পরিবে । কঁfচ মাল (raw materials) si visif ş উপকরণ যেরূপই হউক না কেন, বীজ-লাক্ষার (Reed lac) গুণাচুযায়ী প্রস্তুত গালা অত্যুৎকৃষ্ট বা নিম্নশ্রেণীর হইবে। কঁচি মাল সৰ্ব্বোচ্চ শ্রেণীর হইলে প্রস্তুত দ্রব্য সৰ্ব্বোৎকৃষ্ট গুণবিশিষ্ট হয়, মধ্যম শ্রেণীর হইলে আংশিক অত্যুৎকৃষ্ট এবং আংশিক উৎক্লষ্ট হয় এবং যারপরনাই নিকৃষ্ট শ্রেণীর কাচা মাল হইতেও উৎকৃষ্ট এবং নির্দিষ্ট আদশের গালা উৎপন্ন হইয়া থাকে। নিতান্ত নিম্নশ্রেণীর এবং T N. শ্রেণীর গালা প্রস্তুত করিবার কিছুমাত্র প্রয়োজন নাই ; কারণ, উচ্চতর স্তরের সহিত তুলনায় উহা অত্যন্ত অল্পমূল্যে বিক্রীত হয়। গালা প্রস্তুত করিবার প্রণালী নিম্নলিখিত তত্ত্ব বা মূল স্বত্রগুলির উপর নির্ভর করে – ( ১ ) ইহা দেখা যায় যে, স্বাভাবিক অবস্থায় প্রাপ্ত বা অসংশোধিত লাক্ষণ ছয়-ঘরা চালনীর ছিদ্রের ভিতর দিয়া যাইতে পারে, কেবলমাত্র এইভাবে চূর্ণ করিয়া লইলে,সেই লাক্ষা-চুর্ণের মধ্যে অনেক লাক্ষারস (lac dye) আবদ্ধ হইয়া থাকে। লাক্ষা ধৌত করিলেও সেই লাক্ষারস ভিতরে অধোঁত থাকিয়া যায় এবং শেষে গলাইবার সময় প্রস্তুত গালাকে দূষিত করে। যদি ঐ লাক্ষাখণ্ডগুলিকে ज*-६ब्रां कांणनौव्र हिटशव्र डिङद्र निम्नां शांझेदांब्र भडन গুড়ানো হয়, তাহা হইলে সমস্ত লাক্ষারল সম্পূর্ণভাবে ধৌত করিয়া দিতে পারা যায় ; ঐ ক্ষুত্র কণাগুলির মধ্যে উই একটুও থাকিবার সম্ভাবনা থাকে না। গালা-প্রস্তুত-পদ্ধতির উন্নতি-সাধন 8*○ (২) লাক্ষার বড়-বড় দানাগুলিকে চালনীতে झेंॉकिंब शृथक् कब्रिग्नः जझेब्रां चउजखोरब अंखङ कब्रिtङ হুইবে ; - (৩) যে-সকল দান অত্যন্ত ক্ষুত্র এবং ধূলিমিশ্রিত সেগুলিকেও পৃথকৃভাবে প্রস্তুত করিতে হইবে এবং ধূলা, মাটি ও অন্তান্ত অপরিচ্ছন্নতা বাদ দিয়া তবে গুড়া করিতে হইবে । * (৪) ধূলা ও বাজে জিনিষের গুড়া-বাদ-দেওয়া বাছ লাক্ষা, চূর্ণ করিবার পরে কুলায় বাড়িতে নাই, কারণ তাঁহাতে অপচয় হুইবার কথা । বিশুদ্ধ লাক্ষার গুড়াগুলি যাহার সহিত কোনো বাজে জিনিষ মিশ্রিত নাই সেগুলি নষ্ট হইয়া যায়। সেইসকল নিৰ্ম্মল লাক্ষার কণিকাগুলিকে আর কুলায় না ঝাড়িয়া একেবারে ধুইয়া গলাইয়া লইলেই হয় ; ( e ) ধৌত করিবার পূৰ্ব্বে সমস্ত ধূলা-মাটি বাদ দেওয়া একান্ত প্রয়োজন ; কারণ, ধূলা-মাটি ভিজ অবস্থায় লাক্ষাতে দৃঢ়ভাবে জড়াইয়া থাকিতে চায় এবং ক্ষুদ্র-ক্ষুদ্র বালুকার কণাগুলিও লাক্ষার গাত্রে লাগিয়া থাকিবার খুব সম্ভাবনা । শেষে গলাইবার সময় সেগুলি ময়লার দাগের বা কলঙ্কের মতন থাকিয়া গিয়া গাঙ্গার উৎকর্ষ বহুপরিমাণে হ্রাস করিয়া দেয় । (७) १नि भलांभा,ि क्षांश तक चयन्हांरङहें बांन cनeब्र যায়, তাহা বিদূরিত করিয়া তাহার পরে কাচা বা অবিশুদ্ধ লাক্ষাতে ধৌত করা হয়, তাহ হইলে ধৌত করিবার প্রক্রিয়া অধিকতর সন্তোষজনক হইতে পারে এবং মলিনতার চিহ্নও নিঃশেষে বিলুপ্ত করিতে পার शंध्र । ( ৭ ) ধৌত করিবার প্রক্রিয় অতি অল্পসময়েই এবং ঘষা-মাজ সচরাচর যত করিতে হয়, তাহার অনেক কমেই তাহা নিম্পন্ন হইতে পারে,যদি ধৌত-কাৰ্য্য করিবার পূৰ্ব্বে লাক্ষাকণাগুলিকে দশ ঘরা চালনীর ছিন্দ্রে গলিবার যোগ্য করিয়া গুড়াইয়া লণ্ডয়া হয় এবং তাহা হইতে সমস্ত মলামাটি ও ৰাজে জিনিষ বাদ দেওয়া হয় । যে-পদ্ধতি কাৰ্য্যকালে অবলম্বন করিতে হইবে, তাহ। সংক্ষেপে নিয়ে বিবৃত করা হইল।