পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা । ] বিশাখাপত্তন সহরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তৰে স্থানে স্থানে দুর্গন্ধেরও অভাব নাই । প্রাকৃতিক সৌন্দর্য্যে বিশাখাপত্তন সুন্দর। সহরের সদর রাস্তার গায়ে স্থানে স্থানে অকৰ্ম্মশিলার উচ্চ পাহাড়, অদূরে সাগর। সমুদ্রবাতাস সৰ্ব্বদা বহিতেছে, এজন্ত সেখানে তত গরম হয় না। নূতন শিল্পের মধ্যে গজদস্তের, মহিষশৃঙ্গের, চন্দন কাঠের সুন্দর পরিপাটী বাক্স, ছড়ি, খেলান, ফটোফ্রেম প্রভৃতি প্রচুর উৎপন্ন হয়। হাতীর দাতের অনুরূপ শাদা হাড়ের নক্সা করা মহিষের শিঙ্গের কাজ গুলি অবশু তত সুন্দর হয় না । এইরূপ একটা মাঝারি আকারের ফটো ফ্রেম ২ ৩ টাকায় পাওয়া যায়, গজদন্তের কাজ থাকিলে মূল্য দ্বিগুণ হয় । চন্দন কাঠের ছড়ি, মাথায় হাতীর দাত—মূল্য ১০ । ১২ টাকা । সকল কাজের উপরটা এমন মস্তণ যে কারুকে ধন্ত বলিতে হয় । শুনিলাম, বিক্রয় মন্দ হয় না, দেশ দেশান্তরে যায়, বিলাতের প্রদশনীতে পুরস্কার পায়। বস্তুতঃ উপরের পালিশ দেখিলে প্রথমে বিলাতী বলিয়। ভ্রম হয়, কিন্তু পরিকল্পনা অলঙ্করণ দেখিলে দেশের শিল্প বলিতে কোন সংশয় থাকে না । লিখিবার নিমিত্ত ডেস্ক, মণিমুক্তা রাখিবার বাক্স, এক একটার ১৫০২ ৷ ২ • • টাকা দাম । দুইজন কারিগর বিখ্যাত। এক জনের নাম গামু গুলা চিন্না বিরম্ন গারু, অপরের নাম গামুগুল রামলিঙ্গম গারু। ঠিকানা বিজিগাপাটনে পত্র দিলেই তাহারা তাহাদের জিনিষের মুল্যতালিকা পুস্তক পাঠাইয় থাকে। একট। দেশের শিল্পের বিষয় দুই এক কথায় বলা চলে না । এজন্ত তেলে গুদিগের সোণারপার অলঙ্কার কি স্ব পিতলৰ্কাসার বাসনের উল্লেখ না করিয়া প্রবন্ধান্তরে জানাইবার ইচ্ছা রহিল । তেলেগুদেশের দুইটি বিষয় এখন মনে হইতেছে । দেশটি ওড়িশার মত গরীব নয়, এবং বাঙ্গলার মত "সভ্য’ नग्न । ঐযোগেশচন্দ্র রায় । প্রবাসী bbూసి </ আণ্ডামানী । তাণওীমানবাপীদিগের সংখ্যা যেরূপ কমিক্স। আলি তেছে, তাহাতে তাহাদের শীঘ্রই সম্পূর্ণ বিলোপের আশঙ্কা शग्न ।। 4हेखछ झेशरमव्र नत्ररक्र यांछ किछू जांना शांब्र, লিপিবদ্ধ করিয়া রাখা মানবতত্ত্ববিজ্ঞানের পক্ষে একান্ত অবিশু্যক । _ আণ্ডামান দ্বীপপুঞ্জে ক্ষুদ্র বৃহৎ ২• •টি দ্বীপ আছে। তন্মধ্যে কতকগুলিতে কোন মানুষ নাই । ভূতত্ত্ববিদের মনে করেন যে, এই দ্বীপপুঞ্জ পূৰ্ব্বে এশিয়া মহাদেশের সহিত যুক্ত ছিল । মধ্যবৰ্ত্তী ভূখণ্ড বসিয়া গিয়া সমুদ্রগর্ভে নিমগ্ন হওয়ায় অবশিষ্টাংশ সাগর পরিবেষ্টিত হইয়া দ্বীপে পরিণত হইয়াছে । দ্বীপগুলি যে এখনও ক্রমশ: বসিয়া যাইতেছে, তাহার ও যথেষ্ট প্রমাণ অাছে । আণ্ডামান নাতিশীতোষ্ণ । ইহার বাৰ্মিক গড় বুষ্টিপাত ১০ • ষ্টঞ্চের উপর । বৎসরের মধ্যে অদ্ধেক দিন বৃষ্টি পড়ে। জলবায়ুর অবস্থা এইরূপ হওয়াম এখানে স্নায়বিক অবসাদ, উদরাময়, ম্যালেরিয়া জর ও কাশির অত্যন্ত প্রাকুভাব । দ্বীপ গুলি সমুদ্রতট পৰ্য্যস্ত নিবিড় জঙ্গলে আচ্ছন্ন। স্থানে স্থানে বেত্ৰাদির জঙ্গল এরূপ ঘন যে, অরণ্যচারী আগুীমানীগণ ও তাহার ভিতর দিয়া যাইতে পারে না । দ্বীপগুলির প্রাকৃতিক দৃশ্য অনেক স্থলে বড় সুন্দর । কিন্তু আণ্ডামানীগণ তাহা বুঝিতে বা উপভোগ করিতে অসমথ । এখানে কোন ও বড় বন্ত জন্তু দৃষ্ট হয় না। আদিম নিবাসীরা নানাবিধ ফলমূল, মাছ, চিংড়ী, মধু ও পোকা মাকড় খাইয় প্রাণ ধারণ করে । আগুণমানবাসীরা নেগ্ৰিটো জাতীয় । ভারতবর্ষের সাঁওতাল, কোল, প্রভৃতি জাতির মধ্যে নেগ্রিটে রক্তের সংমিশ্রণ আছে, যুরোপীয় পণ্ডিতগণ এইরূপ অনুমান করেন। ১৮৫৮ খৃষ্টাব্দে বৃটিশ গবৰ্ণমেণ্ট যখন আওমোন দখল করেন, তখন বৃহৎ আগুামান দ্বীপে আনুমানিক ৬ • • • এবং ক্ষুদ্ৰ আণ্ডামান দ্বীপে ২,••• লোক ছিল । - AAAAAA AAA AAAA AAAAMMeA AeMA MCCAAASAAAA AAAA SAAS • A History of our Aelusions with f/he Andamanese Compiled from Histories and Travels, and from the Records of the Government of India. By M. V. Port man, M.A. i., &c., Officer in charge of the Andamanese Two Volumes, 1899,