পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ, ৭ম সংখ্যা । ] €वंबांजी ! ३७* তেই আমার বোধ हे हेशद्रा বোলত, মৌমাছি ভীমরুল প্রভৃতির ন্যায় উগ্র প্রকৃতির নহে, বেশ শাস্ত প্রকৃতি । যখন বো, বো, করিয়া আমার চারিদিকে ঘুরিতেছিল, তখনও সে ধ্বনি ক্রোধব্যঞ্জক নহে, তাহ যেন কাতরতাব্যঞ্জক । আমি তাহাই বুঝিয়া সরিয়া গেলাম ; পতঙ্গ দীয় বাসস্থান নিৰ্ম্মাণ কার্য্যে নিবিষ্ট হইল । ইহাদের নীড়নিন্মাণকৌশলটি প্রণিধানযোগ্য। পূৰ্ব্বেই বলিয়াছি, আমার বাক্স দ্বয়েই ইহার ৫৬ বার নীড় নিৰ্ম্মাণ করিয়াছে, কিন্তু প্রত্যেকবারেই ইহার এমন স্থান নিৰ্ব্বাচিত করিয়াছে, যে স্থানে সমতলের সহিত একটু উচ্চস্তান আছে। বাক্সের গায়ে যে সব স্থানে বিঢ় তোলা আছে, সেই সব স্থানেই ইহার নীড় নিন্মাণ করে । কেবলমাত্র সমতল স্থানে কখনই নিৰ্ম্মাণ করে না। বোধ হয় এইরূপ একটু উচ্চস্থানে বাসা প্রস্তুত করিতে আরম্ভ করায় তাহদের কিছু সুবিধা হয়। শুধু এবার বলিয়া নহে, আমি অন্যান্য বারও অন্ত অন্ত স্থানে বেড়ায়, কি দেওয়ালে, কি সিন্দুকের গায়ে যেখানেই ইহাদিগকে বাসা নিৰ্ম্মাণ করিতে দেখিয়াছি, কোন স্থানেই এই উচ্চনীচ স্থান নিৰ্ব্বাচনের ব্যতিক্রম দেখি নাই । ইহার মৃত্তিক দ্বারা বাস নিন্মাণ করে । মৃত্তিকার সহিত অন্ত কিছু মিশ্রিত করে কি না, তাহ জানি না। তবে ইহাদের বাসার মুত্তিক বড় কঠিন ; জল লাগিলেও তাহা গলিয়া যায় না । বাসা ভাঙ্গিয়া দেখিয়াছি, তাহাতে মতি স্বক্ষ মৃত্তিকাচুর্ণ এবং তৎসহ ক্ষুদ্র ক্ষুদ্র ইষ্টক চূর্ণ ও দেখা যায়। বাসা গুলি শুষ্ক হইলে তাহার রং স্বাভাবিক মৃত্তিকার রংএর দ্যায় অথবা তদপেক্ষ ঈষৎ লাল আভাযুক্ত হয় । বাসাগুলি প্রায় সকলই একই ধরণের এবং ७कहे ब्र१७ब्र । প্রথমে স্থান নিৰ্বাচিত করিয়া ইহার বড় মটরের ষ্ঠায় একটি করির মৃত্তিক-বটিক বহির্দেশ হইতে সন্মু५झ भक्वग्न ७वश् भूषनांशट्या दश्न कब्रिब्र श्रांटन । «हे পূদ্বটিকাগুলি খুব সিক্ত থাকে। ইহার স্বীয় মুখ হইতে কোন রস বাহির করিয়া তদ্বার। মৃত্তিক সিক্ত করে অথৰ সিক্তস্থান হইতেই মৃত্তিক সংগ্রহ করে, ঠিক বলিতে *tiब्रि नl । अ८नकबांब्र ऐश्tcबग्न **कांकांबन कब्रिब्रॉ७ cन दियग्न नि<भू कब्रिटङ नकभ श्हे नांहे । उठ८ब ख्धांथींद्र বোধ হয় যে, ইহারা মুখনিঃস্থত রসবিশেষের সাহায্যেই মৃত্তিকাকে ইচ্ছামত তরল করিয়া লয় এবং ঐ রসের মিশ্রণ বশত: মুক্তিকাগুলি অত কঠিন হুইয়া থাকে । আমার ইহা অনুমান করিবার বিশেষ কারণ এই যে যখন বাসার স্থানবিশেষে উহার মুত্তিক লেপন বা স্থাপন করিয়া যায়, ঠিক তৎপরমুহূর্তে আমি ৰাসার দিকে তাক ইয়া দেখিয়াছি যে, তাছার স্থানে স্থানে তরল ধারা বহিয়৷ গিয়াছে ! অত তরল মৃত্তিক কখন বটিকাকারে পরিণত হইতে পারে না ; তাই বোধ হয় যে ইহারা মুখরল দ্বার মুত্তিকাকে তরল করিতে পারে । প্রথমেই মৃত্তিক। অনিয়া নিৰ্ব্বাচিত স্থানের উচ্চপ্রদেশে সেই মৃত্তিক। স্থাপন করিয়া সম্মুখস্থ পদদ্বয় এবং মুখের হুলের সাহায্যে তাহা বিস্তৃত করিয়া দেয়, তারপর আবার মৃত্তিক আনিয়া তাছার পাশ্বে স্থাপিত করে । এইরূপে এক ইঞ্চি কি দেড় ইঞ্চি পরিমিত দীর্ঘ এবং প্রায় এক ইঞ্চি প্রশস্ত একটি স্থান মুত্তিকার গঞ্জী দ্বারা আবদ্ধ করে, এবং তার উপরে ক্রমশঃ মুক্তিকান্তর আশ্চৰ্য্য কৌশলে এবং নৈপুণ্যের সহিত স্থাপন করিতে করিতে একটি গম্বুজের আকারে স্বীয় বাস প্রস্তুত করে । এই বাসার উচ্চতা অৰ্দ্ধ ইঞ্চি'ব। তদপেক্ষ কিঞ্চিৎ অধিক । বাস নিৰ্ম্মাণকালে তাহাতে প্রবেশ করিবার উপযুক্ত ক্ষুদ্র একটি ছিদ্র রাখিয়া চারিদিকে মৃত্তিকাস্তর স্থাপন করিতে থাকে । সেই ছিদ্র অতি ক্ষুদ্র । একটি মটর তাহার মধ্যে প্রবিষ্ট হইতে পারে । ছিদ্রটি সাধারণতঃ মধ্যস্থলে অথবা একটু উদ্ধ দিকেই রাখা হয় এবং সেই ছিদ্রের মুখটির চারিধারে খুব পাতলা করিয়া মাটির পাত লাগাইয়৷ দেওয়া হয় । কুম্ভকারগণ কুলালচক্রে স্থাপিত মৃত্তিকা হইতে ঘট প্রস্তুতকালে যেমন প্রথমে খুব সরু ছিদ্র রাখিয়া শেষে তাহ বিস্তৃত করিয়। ঘট মুখ নিৰ্ম্মাণ করে ইহারাও ঠিক সেই প্রণালী অবলম্বন করিয়া থাকে । তাহাদের সেই কারুকার্য্য, সেই ক্ষিপ্রকারিত লিখিয়৷ বুঝান, এ ক্ষীণ। লেখনীর সাধ্য নহে । ক্রমে খিলান গম্বুজের মত বাস। প্রস্তুত হইতে থাকে, আর ইহার তাছার চারিদিকে ঘুরিয়া ফিরিয়া কোথায় বেশী মাটি