পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኒማ : দের হাতে যৎকিঞ্চিৎ বাচিয়া যায় ; তাহার দরুণই বঙ্গদেশে দ্রুতবেগে শিক্ষাবিস্তায় ও অন্যান্ত নানাবিধ উন্নতি হইতেছে। কিন্তু ভারতের অপরাপর প্রদেশে ভূমির রাজস্বের চিরবদ্ধনশীলতাবশতঃ প্রজাদের কপদক ও সঞ্চয় হয় মা । তাই আজ ছুভিক্ষের ভীষণ বদনব্যাদানে তত্ত্বংস্থানের অধিবাসিগণ শিহরিয়া উঠিতেছে । ইহাই ইংরেজ-রাজত্বে বাঙ্গলার অন্যান্য প্রদেশ হইতে অবস্থা বৈপরীত্যের প্রধান কারণ । লর্ড কর্ণওয়ালিসের কৃপায় মামরা অধিকতর বীর্যাবান ভারতবাদীদের অপেক্ষ সুখস্বচ্ছন্দে জীবন যাপন করিতেছি । ইংরেজরাজত্বে বাঙ্গালীজাতির চতুর্থ বিশেষ লাভ বঙ্গদেশে রাজধানী প্রতিষ্ঠ । পাটলীপুত্র দীর্ঘকাল ভারতবর্ষের রাজধানী ছিল বটে ; কিন্তু তাহা ও মগধে, নিজ বাঙ্গলায় নহে। ইংরেজেরাই বঙ্গদেশকে রাজলক্ষ্মীর অধিষ্ঠানভূমি করিয়াছেন। সকল দেশেই রাজধানী প্রতিভা ও ধনের কেন্দ্রস্তল । দেশের সর্বাংশ হইতে অর্থ শোষণ করিয়া রাজধানী স্বীয় শোভা সম্বন্ধন করে ; এবং দেশের শ্রেষ্ঠ মনীষিগণ রাজধানীকেই আপনাদের জীবনের রঙ্গভূমিরূপে আশ্রয় করেন। তাই রাজধানী ও তন্নিকটবৰ্ত্তী ভূভাগ শিক্ষা, সভাত প্রভৃতিতে অন্ত সকল স্থান হইতে উন্নত হয়। তথাকার অধিবাসীদিগের সুবিধা ও সুযোগ সৰ্ব্বাপেক্ষ অধিক । মুসলমান রাজত্বে সমগ্র ভারতের প্রকৃতিপুঞ্জের শ্রমাজ্জিত অর্থ দ্বারা দিল্লী ও আগরা নগরী অমরাবতীর শ্রীধারণ করিয়াছিল। এক তাজমুহল বাঙ্গলার কত রক্ত শোষণ করিয়াছে, কে বলিতে পারে ? তৎপুৰ্ব্বেও বঙ্গদেশ কখনও ভারতের রাজমাতা হইতে পারে নাই | উজ্জয়িনী, পাটলীপুত্র, কান্তকুম্ভ প্রভৃতি মহানগরী সকল স্বস্ব সৌভাগ্যসময়ে ভারতের রাজমুকুট ধারণে সক্ষম হইয়াছিল । কিন্তু ইংরেজ গবৰ্ণমেণ্টই কলিকাতার প্রতিষ্ঠা করিয়া বাঙ্গলার অদৃষ্টশ্রোত পরিবৰ্ত্তিত করিয়াছেন । সত্য বটে, বৈদেশিক রাজার আধুনিক রাজধানী কলিকাতা কোনমতেই পূৰ্ব্বকালের রাজধানীগুলির সহিত তুলিত হইতে পারে না । তথাপি কলিকাতায় গবর্ণমেণ্টের স্থিতি যে নানাপ্রকারে বাঙ্গালীজাতির উপকার করিয়াছে, তাহ নিঃসন্দেহ। প্রবাসী । ১ম ভাগ । যদি কখনও কলিকাতা হইতে স্থায়িভাবে রাজধানী স্থানাপ্তরিত হয়, তবে আমাদের নিতান্ত চুদৈব বলিতে হইবে । বাঙ্গালীজাতি ইংরেজের নিকট অনন্ত প্রদেশলন্ধ যে উপকার গুলি প্রাপ্ত হইয়াছে, তাহ। আলোচিত হইল । কিন্তু একটী বিষয়ে আমরা অন্ত প্রদেশবাসীদের অপেক্ষ অধিকতর ক্ষতিগ্রস্ত হইয়াছি । ইংরেজ গবৰ্ণমেণ্ট আমা. দিগকে ভীর কাপুরুষ করিয়াছেন। একতাঞ্জনিত বtছ. বল বাঙ্গালীর ছিল না বটে, কিন্তু বাঙ্গালীর মহাক্স লাঠী ছিল ; এবং তাহারই বলে ব্যক্তিগত জীবনে বাঙ্গালীর শৌর্য্যবীর্য্যের অভাব ছিল না । আজকালকার ঐতিহাসিক গবেষণা হইতে এতং সম্বন্ধে আমরা অনেক তথ্য অবগত হইতেছি । কিন্তু ইংরেজ গবর্ণমেণ্ট আমাদিগকে এখন এমন ছাচে ঢালিয়াছেন যে, যুদ্ধের নামে আমাদের সংকম্প উপস্থিত হয় ; এবং আমরা কাপুরুষের জাতি বলিয়া প্রকাশ্যে ঘোষণা করিতে ও কুষ্ঠিত হয় না । বাঙ্গালী জাতির এই হতবীৰ্যাত বাঙ্গলীয় ইংরেজ শাসনের সৰ্ব্ব প্রধান কলঙ্ক । অতএব প্রতিপন্ন হইতেছে যে, মঙ্গলামঙ্গল সম্বন্ধে ভারতের অন্যান্য জাতি হইতে বাঙ্গালীজাতির সহিত ইংরেজ গবৰ্ণমেণ্টের সম্পর্ক কিযুৎপরিমাণে বিভিন্ন ; এবং মোটের উপর ভারতবর্ষে ইংরেজরাজত্ব দ্বার। বাঙ্গালীরাই সব্বাপেক্ষা অধিক উপকৃত হইয়াছে । শ্রীপরেশনাথ বন্দ্যোপাধ্যায় । দেব মামলেদার । ea? মহtয়ার প্রকৃত নাম যশোবন্ত মহাদেব ভোসে কর । ইনি দেবতার দ্যায় পবিত্রভাবে জীলন যাপন করিতেন বলিয়া আপামর সাধারণে ইহঁাকে দেব মামলে দার বলিয়৷ অভিহিত করিয়াছিল । বাঙ্গল দেশে সব ডেপুটি-কালেক্টর যেরূপ পদ, দাক্ষিণাত্যে মামলেদার তাহার অনুরূপ । ইহার পিতার নাম মহাদেব ಆ! ७द१ मांडांद्र नाभ इद्विवान्ने क्षिण । उँीशां८मद्र डेडरब्रब्रहे ধৰ্ম্মে মতি ছিল । পরহিতসাধনে তাহারা অতিশয় আনন্দ অমৃভৰ করিতেন। দাক্ষিণাত্যের শোলাপুর জেলায়