পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سرا(كي পদ পাইয়া তথায় গমন করেন । এইকার্ষে তাঙ্গর দক্ষ তা দেবিয়া জয়পুরের তদানীন্তন মঙ্গরাজ স্কলটিকে কলেজে পরিণত করেন এবং তঁাচাকে কলেজের প্রথম প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিযুক্ত করেন । এই কার্য্যে ও তিনি খ্যাতিলাভ করেন । ১৮৭৭ খ্রী,অব্দে মহারাজ। রামসি’ তাহাকে দরবারের অন্যতম সভ্য নিযুক্ত করেন। এই সময় হইতে তিনি রাজস্ববিষয়ক নানা কার্য্যে অভিজ্ঞতা লাভ করিতে আরম্ভ করেন। বর্তমান মহারাজা যখন নাবালক ছিলেন, তখন রাজ্যশাসন করিবার জন্য একটি রাজ প্রতিনিধি সভা নিযুক্ত হয় । কাস্তিচন্দ্র এই সভার প্রধান সভা ছিলেন। মহারাজা সাবালক হইয়া যখন রাজ্যশাসনের সম্পর্ণ ক্ষমতা লাভ করেন, তখন কাস্তিবাবু প্রধান মন্ত্রী নিযুক্ত হন । বিশ বংসরের অধিক কাল তিনি এই উচ্চপদে নিযুক্ত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি রাজস্ব এবং শাসন সঙ্গন্ধীয় নানাকার্য্যে দক্ষত। দেখাটা বাঙ্গালীর রাজ্যশাসন ক্ষমতা সপ্রমাণ করিয়াছেন । ইংরাজ গবৰ্ণমেণ্ট এবং স্বীয় প্রভু উভয় পক্ষেরই নিকট তাহfর সমান থ্যাতি প্রতিপত্তি ছিল । মুড়াকালে তাঙ্গার বয়স ৬৮ বৎসর হইয়াছিল। প্রে ঢাবস্ত। পর্যা স্তু শিক্ষকতা করিয়৷ তৎপরে রাজ কাৰ্য্য পরিচালনে এরূপ দক্ষতা প্রদর্শন সচরাচর দেথা যায় না । ইহ। হইতেই তাহার বহু তামুখী প্রতিভার সমাক পরিচয় পাওয়া যায়। প্রবাসী বাঙ্গালীর মধ্যে তিনি পদমর্যাদায় শামস্থানীয় ছিলেন ।

    • .

এবৎসর এলাত বাদ বিশ্ববিদ্যালয়ের এণ্টান্স পরীক্ষায় ৬১৩ জন ছাত্র উত্তীণ হইয়াছে। ইহাদের মধ্যে ৫০ জন বাঙ্গালী । তন্মধ্যে একটি বালিকার ও নাম আছ । সৰ্ব্ব শুদ্ধ ৫৯ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়াছে। তন্মধ্যে ৮ জন ৰাঙ্গালী । দুইজন বাঙ্গালী ছাত্র গুণানুসারে তৃতীয় ও অষ্টম স্থান অধিকার করিয়ছে। এখানে প্রবেশিক। পরীক্ষার যে শাখায় বৈজ্ঞানিক বিষয়ে পরীক্ষা দেওয়া যায়, তাহার নাম স্কল ফাইন্তাল পরীক্ষ । এই পরীক্ষায় ২•৮ জন উৰ্ত্তীর্ণ হইয়াছে। তন্মধ্যে ৩২ জন বাঙ্গালী। প্রথম বিভাগে ৩১ জন পাস হইয়াছে। তাহার মধ্যে ৬ জন বাঙ্গালী। বাঙ্গালীদের মধ্যে গুণানুসারে কেহই দ্বাদশ অপেক্ষ উচ্চ স্থান অধিকার করিতে পারে নাই । এখান প্রবাসী [১ম ভাগ কার ইন্টারমীডিয়েট পরীক্ষা কলিকাতার এফ এর মত এই পরীক্ষায় এবার ১৪৪ জন ছাত্র পাস হইয়াছে। তন্মধে ৩০ জন বাঙ্গালী । এই ত্রিশের মধ্যে একটি ছাত্রীও আছেন প্রথম বিভাগে মোটে ৪ জন উত্তীর্ণ হইয়াছে । তন্মধ্যে : জন বাঙ্গালী । তাহারা গুণানুসারে প্রথম ও দ্বিতী স্থান অধিকার করিয়াছে । বি. এ পরীক্ষায় উত্তীর্ণের ংখ্যা ১৭৬ । বাঙ্গালী ১৪ জন । তাঙ্গার মধ্যে একটি ছাত্রী আছেন । প্রথম বিভাগে উত্তীর্ণ ৬ জনের মধ্যে একজনও বাঙ্গালী নাই। তিন জন বি এস সি পাশ করিয়া ছেন । তাচার মধ্যে এক জন বঙ্গালী । (? ডি এস সি পাস করিয়া’ছন । বাঙ্গালী একজনও নাই । দুই জন দ্বিতীয় ডি. এস. সি. পাস করিয়াছেন । দুই জনই হিন্দুস্থ নী। একজন তৃত }ة ته را তৃতীয় ডি এল সি পাস করিয়া ডি এন সি উপাধি পাইয়াছেন । ইনি মুসলমান । ইহার পূৰ্ব্বে আর এক জন এলাহাবাদর ডি এস সি উপাধি পাইয়াছিলেন । তিনি হিন্দুস্তানী । এখন গবৰ্ণ মণ্ট বুত্তি পাইয়া কেম্বিজে উচ্চ গণিতের অনুশীলন ও গবেষণায় প্রবৃত্ত আছেন । মুসলমান ডি এস সি টি গণিতে পরীক্ষা দিয়াছিলেন । ইচ। বড় সুথের বিষয়, কিন্তু আশ্চর্য্যর বিষয় নয়। যাহার গণিতের ইতিহাস জানেন, তাতার জানন উক্ত বিদ্যার প্রাচীন ইতিহাসে মুসলমানগণ যে স্থান অধিকার করিয়াছিলেন তাই। তুচ্ছ নয়। এবার এম এ পরীক্ষায় ২১ জন পাপ হইয়াছেন । তাহার মধ্যে বাঙ্গালী তিন জন । কেহই প্রথম বিভাগে পাস হন নাই। এল এল. বি. অর্থাৎ বি. এল. পরীক্ষায় ৮ জন পাশ হইয়াছেন, তন্মধ্যে ৩ জন বঙ্গালী । এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা অবধি এই বংসর এই প্রথম একজন এল এল ডি অর্থাৎ ডি এল উপাধি পাইলেন । ইহার নাম শ্ৰীসতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় । ইনি একজন প্রতিভাশালী ছাত্র । কলিকাতা ও এলাহাবাদ fশ্ববিদ্যালয়ের বি এ ও এম এ পরীক্ষায় প্রথম হইয়াছিলেন এবং প্রেমচাদরায়চাঁদ বৃত্তি পাইয়াছেন । ইনি কিছুকাল হুগল,কলেজের অধ্যাপক ছিলেন । এখন এলাহাবাদ হাইকোটে ওকালতি করিতেছেন। ইনি সাংখ্যদর্শন সম্বন্ধে ইংরাজীতে একখানি উৎকৃষ্ট পুস্তক লিপিয়াছেন । পাশ্চাত্য দর্শন ও সাহিত্য বিষয়ক কয়েকখানি পুস্তক প্রণয়ন ও সম্পা