পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి? স্বর্জনের প্রপৌত্র জনমেজয়ের সর্পযজ্ঞে অনেক বাঙ্গালী ব্রাহ্মণ আহত হইয়াছিলেন। উক্ত যজ্ঞে যাহারা আহুত হন, তাছার বঙ্গে ফিরিয়া যান নাই। তাছাদেরই বংশাবলী গৌড়ীয় ব্রাহ্মণ বলিয়। প্রসিদ্ধ। “ বিশ্বকোস-সম্পাদক মহাশয় ইহার+ বিস্তৃত আলোচনা করিয়াছেন, কিন্তু এখনও ইহা তর্কস্থল হইয়া আছে। কেত কে বলেন, এই গৌড়ীয়গণ বাঙ্গালীই হইবেন, কারণ বঙ্গদেশ বহু কাল হইতে সপবশীকরণ, এবং নানাবিধ যাদুমন্ত্রের জন্য বিপাত ছিল । পঞ্জাব ও উত্তর-পশ্চিমের অনেক গ্রামবাসীর এখনও সে ধারণা যায় নাই । পঞ্জাবে সাপুড়ের ন্যায় একটা অসভ্য জাতি আছে, তাতারা নানাবিধ তন্ত্রমন্ত্রের অনুষ্ঠান করিয়া জীবিকা অজ্জন করে। তাহারা বাঙ্গালী আখ্যা প্রাপ্ত হইয়াছে। বাঙ্গালী মুসলমান “হোসেন খার” অদ্ভুতশক্তি উত্তর-পশ্চিম ও পঞ্জাবে উনবিংশ শতাব্দীর শেষভাগেও এতদ্দেশীয়গণের উক্ত ধারণ বদ্ধমল করিয়া দিয়া গিয়াছে । যাঙ্গ হউক পৌরাণিক সময়ের কথা ছাড়িয়া, আধুনিক ঐতিহাসিক যুগে এতদঞ্চলে বাঙ্গালীর সংস্রব দেখা যায়। দ্বাদশ শতাব্দীর প্রথমাংশে গৌড়াধিপ লক্ষণসেন দিল্লীতে • Census of the N-w. P., 1865, - - -- বঙ্গের জাতীয় ইতিহাস,ব্রাহ্মণ কাও ২য় ও ৩য় অধ্যায়,পৃষ্ঠা ৬১-৭২। প্রবাসী t ४अ ब्लांश्न । দশ বৎসর রাজত্ব করেন। ইনি বারাণসী,প্রয়াগ ও ঐক্ষেত্রে বিজয়স্তম্ভ। স্থাপন করেন। ইহঁার সভাপণ্ডিত গীতগোবিন্দরচয়িত৷ জয়দেব গোস্বামী ৷ জয়দেৰ পরিব্রাজকের ধৰ্ম্ম অবলম্বন করিয়া শিষ্যগণসমভিব্যাহারে নানা স্থান পৰ্য্যটন করতঃ ধৰ্ম্মঘোষণা করিয়াছিলেন । ইনি জাতিভেদের উচ্ছেদ করতঃ নুতন ধৰ্ম্মসম্প্রদায় প্রতিষ্ঠিত করিতে প্রয়াল পাইয়াছিলেন। মধ্যে পদ্মাবতীকে বিবাহ করিয়া সংসারী হন, পরে পুনরায় প রন্দ্রমণে বহর্গত হন। কিন্তু তাহার ভ্রমণের মধ্যে একমাত্র বৃন্দাবন ও জয়পুর প্রবাসের উল্লেখ দেখা যায়: দ্বাদশ শতাব্দীর শেষভাগে দিল্লীশ্বর পুথারাজ রাজত্ব করেন । তাহার জীবনচরিতলেখক চাদবন্ধাই কর্তৃক পৃথ্বীরাজরায়সতে জয়দেবের উল্লেখ আছে। এদেশে জয়দেবের নাম পরম ভুক্তির সঙ্গি ও উচ্চারিত হয়। ইছার প্রসিদ্ধর বিষয় এই বলিলেই হইবে যে সুদূর কাশ্মীর পর্যন্ত তাহার শ-সৌরভ পৌছিয়াছিল। তথায় তাহার গীতগোবিন্দের গান হইত। রাজতর গণী ও রাজস্থানে অনেক স্থলে ইছ৷র বিষয় লিখিত আছে । [ ক্রমশঃ । ]

  • gownsfät, joi be

ও রাজকৃষ্ণ মুগপ'ধায়.এম.এ বি.এল ; প্রণীত লাঙ্গালীয় ইতিহাস । ভক্তম!ল, দ দশমালা । SMASJSASAS JSMS SS m Ł A— -مائنسr قدسمِ مسمانسہولمبسماچسو مبے-محس۔ সংখ্যা একত্র বাহির করিতে বাধা হইলাম। ১ম অর্থাৎ বৈশাখ সংখ্যার ২য় সংস্করণ হইয়াছে । r— = ਢਾ-ਾ প্রবাসী বঙ্গদেশের বাহির হইতে প্রকাশিত হওয়ায় অনেক অসুবিধা ঘটে । nä. * L *— o * -—r--—-rr– ब्रिट्न्वन्कन्म | তজন্ত আমরা এবারেও দুই ৭১ পৃষ্ঠা অর্থাৎ পূর্ণ দুই সংথ্যা অপেক্ষ। ৮ পৃষ্ঠা অধিক দিলাম। ঐ সংখ্যা বা অন্ত কোন সংখ্যা হইতে গ্রাহক হওয়া যায়। নয় সংখ্যায় আমাদের ২৮৮ পৃষ্ঠা লেখা দিবার কথা। . তৎপরিবর্তে আমরা ৩৬ পৃষ্ঠা দিয়াছি। এই নয় সংখ্যায় ১১৯ थानि इदि यॉप्रू । so عهــاك - "ह्वान्- _ শ্ৰীঅনাখনাথ ঘোষ কাৰ্য্যাধ্যক্ষ, এলাহাবাদ । " AAAAA