বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রসূতি-তন্ত্র.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । q প্রসবের অব্যবহিত পূৰ্ব্বে নিম্নলিখিত লক্ষণ সকল প্রকাশ পায় – ১ । গভীশক্সের অলঙ্কোচ,—প্রসববেদন উপস্থিত হইলে মধ্যে মধ্যে আবী অর্থাৎ ব্যথা আসিতে থাকে। ব্যথার সময় পেটে হাত দিলে গর্ভাশয় কিছুক্ষণ খুব শক্ত হইয়া পরে কিঞ্চিৎ শিথিল হইতেছে বলিয়া বোধ হয়। পুনঃপুনঃ ব্যথা আসিলে গর্ভাশয় উত্তরোত্তর সঙ্কুচিত হইতে থাকে। প্রত্যেকবার সঙ্কোচের ফলে গর্ভাশয় পূৰ্ব্বাপেক্ষ ছোট থাকিয়৷ যায়। এই ব্যথার জন্ত গর্ভচ্ছিদ্র ও অপত্যপথ ক্রমশঃ বিস্ফারিত হয় এবং গর্ভ নিয়ে নামিতে থাকে। প্রস্তুতির শারীরিক অবস্থানুসারে প্রসববেদনা ক্ষীণ অথবা প্রবল বেগে আসিতে থাকে । ২ । উদরের অনঙ্কোচ —প্রসববেদন যখন তীব্র হইতে থাকে, তখন উদরের মাংসপেশী সকলও সঙ্কুচিত হইয়া খুব শক্ত মত হয়। তাহাতে প্রসব কার্য্যের সবিশেষ সহায়ত হইয়া থাকে। ৩। গৰ্ভাশক্সের মুখবিস্তুতি –প্রসবব্যথা উপস্থিত হইলে গর্ভাশয়ের সঙ্কোচ ও গর্ভচ্ছিদ্র বা গর্ভাশয়ের মুখ ক্রমশঃ বিস্তৃত হইতে থাকে। গর্ভচ্ছিদ্র পঞ্চাঙ্গুল পরিমিত বিস্তৃত হইলে পুণবিস্তার বলিয়া নির্দেশ করিতে পারা যায়। পূৰ্ণবিস্তার হইলে গর্ভাশয় ও অপত্যপথ উভয়ে মিলিয়া এক হইয়া যায় । s। উক্স —উব অর্থাৎ যে জলপূর্ণ থলির মধ্যে সন্তান অবস্থান করে । তাহার নিম্নাংশ, গর্ভাশয়ের সঙ্কোচের ফলে ক্রমে একটা থলির মত হইয় গর্ভচ্চিদ্ৰ দিয়া ক্রমশঃ বহির্গত হইতে থাকে। এই অবস্থায় বিশেষ সতর্কভাবে হাত দিয়া দেখিলে বুঝিতে পারা যায় যে, সন্তানের কোন অংশ প্রথমে আসিতেছে। গর্ডচ্ছিদ্রের পূর্ণবিস্তার হইলে উদ্ব ফাটিয়া গিয়া খানিকটা জল বাহির হইয়া যায়। চলিত কথায় তাহাকে পালমুচিভাঙ্গ বলে। প্রকৃত পানমুচির বাহিরেও একটা মিথ্যাপালমুচি থাকে। তাঙ্গ ফাটিয়া