পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । ew পাওয়া যায় ) এই জাতীয় মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত ১ । ইহার পরে তক্ষশিলার মুদ্রার উভয় দিকেই ছাঁচ মুদ্রাঙ্কিত হইত ২ । অধ্যাপক রেপসন অনুমান করেন যে, এই জাতীয় মুদ্র-শিল্পে গ্ৰীক শিল্পের চিন্তু দেখিতে পাওয়া যায় ৩। তক্ষশিলার মুদ্রাসমূহে লিপি ব্যবহার দেখিতে পাওয়া যায় না ৪ । প্রাচীনকালে অযোধ্যার মুদ্র ছাচে মুদ্রাঙ্কিত হইত না, ঢালাই হইত। ইহাতে কোন লিপি দেখিতে পাওয়া যায় না ইহার পরবর্তীকালের মুদ্রায় ব্রাহ্মী অক্ষরে লিখিত রাজার নাম দেখিতে পাওয়া যায়। এই সকল মুদ্রাও ছাচে ঢালাই করা। অযোধ্যার অধিকাংশ রাজগণের নামের শেষভাগে “মিত্র” শব্দ দেখিতে পাওয়া যায় ৬ । পঞ্চালের প্রাচীন মুদ্রায় এইরূপ মিত্র শব্দের ব্যবহার আছে, কিন্তু অযোধ্যার রাজগণের সহিত পঞ্চালের রাজগণের কোন সম্পর্ক ছিল কি না তাহা অদ্যাবধি নির্ণীত হয় নাই। মূলদেব, বায়দেব, বিশাখদেব, ধনদেব, সত্যমিত্র, শিবদত্ত, স্বর্যামিত্র, সঙ্ঘমিত্র, বিজয়মিত্র, মাধববৰ্ম্ম, বহসতিমিত্র, অয়ুমিত্র, দেবমিত্র, ইন্দ্রমিত্র, কুমুদসেন, এবং অজবশ্ম ৭ নামক রাজগণের মুদ্র (?) Ibid. . {*) Coins of Ancient Indta, p!. Il I. (*) Indian Coins, p. 14. (৪) কানিংহাম তক্ষশিলায় আবিষ্কৃত কতকগুলি তাম্রমুদ্রায় ব্রাহ্মী ও খরোক্ট জক্ষরে নেকম' বা 'নেগম লিখিত দেখিয়া ঐগুলিকে তক্ষশিলার মুদ্র অনুমান *footfoto -Coins of Ancient India, pp. 63–64; fog of প্রকৃতপক্ষে কুলিকনিগম চিহ্ন -Indian Coins, p. 3. ১৮ পূঃ দ্রষ্টব্য। (*) Indian Coins, p. 11. to) Coins of Ancient lndia, pp. 93–94. - - (*) i. M. C., Vol. I, pp. 148—51 ; Coins of Ancient India, ÞP. 91—94. r -