পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । $ ०१ কালাইল এই তিনটি চিহ্নকে বোধিবৃক্ষ, নাগবেষ্টিত শিবলিঙ্গ এবং ছত্রভূক্তস্তুপ বলিয়া ব্যাখ্যা করিয়াছিলেন । অহিচ্ছত্র প্রাচীন পঞ্চাল রাজ্যের রাজধানী, অহিচ্ছত্রে এই জাতীয় মুদ্রা অধিক পরিমাণে আবিষ্কৃত হয় বলিয়া কানিংহাম ইহার পঞ্চালমুদ্র নাম দিয়াছিলেন। পঞ্চাল মুদ্রায় অগ্নিমিত্র, ভদ্রঘোষ, ভূমিমিত্র, ইন্দ্রমিত্র, ফাঙ্কণীমিত্র, স্বৰ্য্যমিত্র, ধ্রুবমিত্র, ভাতুমিত্র, বিষ্ণুমিত্র, বিশ্বপাল, জয়মিত্র, অণুমিত্র, বৃহস্পতিমিত্র ও রুদ্রগুপ্ত ২ নামক রাজগণের মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই সকল মুদ্রার ওজন সাধারণত: ২৫০ গ্রেণ, ক্ষুদ্রাকার মুদ্রার ওজন ১৬ গ্রেণের কম নহে ৩। কানিংহাম অগ্নিমিত্রের একটি মুদ্রার ওজন ২৯১ গ্রেণ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন অহিচ্ছত্ৰে আচুতি নামক একজন রাজার ক্ষুদ্র তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়া থাকে হরিষেণ রচিত সমুদ্রগুপ্তের প্রশস্তি হইতে অবগত হওয়া যায় যে, অচ্যুত নামক জনৈক আৰ্য্যাবৰ্ত্তরাজ সমুদ্রগুপ্ত কর্তৃক উন্মলিত হইয়াছিলেন । ত্রযুক্ত স্মিথ অনুমান করেন যে, এই সকল মুদ্র, সমুদ্রগুপ্ত কর্তৃক যে অচ্যুত পরাজিত হইয়াছিলেন, তাহারই মুদ্রা অচ্যুতের দুই প্রকার মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্র সম্ভবতঃ ছাচে মুদ্রাঙ্কিত এবং ইহার এক দিকে রোমক মুদ্রার দ্যায় রাজার মস্তক ও অপর দিকে চক্র বা স্বৰ্য্য ASA SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSASAeeeSASAS SSAS SSAS (5) Ibid, Note 2. (*) Ibid, pp. 986–88; Coins of Ancient India, pp. 81–84. (9) I. M. C., Vol. I, p 186, No. 1 ; p. 187, No. 3, { Bhanumitra ). to) Coins of Ancient india, p. 83. (*) I. M. C., Vol. I, pp. 185-86. {*) Fleet's Gupta Inscriptions, p. 7. (s) 1. M. C., Vol. I, pp. 132-5, Nos, 1-3%.