পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बळे পরিচ্ছেদ । 3 డిస জাতির নাম লিখিত থাকে, সময় সময় জাতির নামের সহিত রাজার নামও দেখিতে পাওয়া যায়। অর্জুনায়ন, কুনিন্দ, মালব, যৌধেয়, প্রভৃতি ভিন্ন ভিন্ন জাতির মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহাদিগের মধ্যে অৰ্জুনায়ুন জাতির মুদ্রা অত্যন্ত দুষ্প্রাপ্য ১ । কানিংহাম্ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন, এই জাতির মুদ্র মথুরানগরে পাওয়া যায় ২, বরাহমিহিরের বৃহৎ-সংহিতায় ত্ৰৈগৰ্ত্ত, পৌরব, যৌধেয় প্রভৃতি জাতির সহিত অৰ্জুনায়ন জাতির উল্লেখ আছে ৩ । সেই জন্ত আগ্রী এবং মথুরার পশ্চিমদিকে বৰ্ত্তমান ভরতপুর ও আলোয়ার রাজ্যে অৰ্জ্জুনায়ন জাতির প্রাচীন বাসস্থান নিদিষ্ট হইয়াছে। হরিষেণ রচিত সমুদ্রগুপ্তের প্রশস্তিতে অৰ্জ্জুনায়ন জাতির উল্লেখ আছে ৪ । এই জাতির দুই প্রকার তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে দণ্ডায়মান মনুষ্যমূৰ্ত্তি এবং অপর দিকে বৃষের মূৰ্ত্তি আছে দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে বেষ্টনী ও অপর দিকে বোধিবৃক্ষ দেখিতে পাওয়া যায় ৬ । উভয় প্রকারের মুদ্রাতেই ব্রাহ্মী অক্ষরে “অৰ্জ্জুনায়নানাং জয়” লিখিত থাকে। ওঁঠুম্বর বা ওচুম্বর জাতির মুদ্র পঞ্চাবের পূর্বভাগে কাঙ্গড়া ও গুরুদাসপুর জেলায় এবং সময়ে সময়ে হোসিয়ারপুর জেলায় আবিষ্কৃত (3) l bid, p. 160. {R} Coins of Ancient India, pp. 89–90. (*) ত্ৰৈগৰ্ত্তপেীরবাম্বঃ পারতা বাটধানধৌধেয়াঃ । সারস্বত্তাজু নায়ন মৎস্তাৰ্ধগ্রামরাষ্ট্রাণি ॥ . . —gshofol, sess”, Kern's Edition, p. 3-e (8) Fleet's Gupta Inscriptions, p. 8, - (*) I. M. C., Vol. I, p. 166. No. 1. (*) Ibid, No. 2.