পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>sb" প্রাচীন মুদ্রা। লিখিত আছে ১ । তৃতীয় বিভাগের মুদ্রায় রাজার বাম হস্তের নিমে “কৃ” লিখিত আছে ২, এবং চতুর্থ বিভাগের মুদ্রায় রাজা ও বালকের মূৰ্ত্তির মধ্যে পূৰ্ব্ববং রাজার নাম লিখিত আছে ৩ । এই প্রকারের মুদ্রায় রাজমূৰ্ত্তির চারিপাশ্বে পৃথ্বী ছন্দে “কুতান্তপরশুর্জয়তা জিতরাজ জেতাজিত: |" লিখিত আছে ৪ । পঞ্চম প্রকারের মুদ্রায় একদিকে চক্ৰধ্বজ হস্তে রাজা অগ্নিকুণ্ডে ধূপ নিক্ষেপ করিতেছেন এবং অপরদিকে লক্ষ্মীদেবী পুষ্প হস্তে দাড়াইয়া আছেন দেখিতে পাওয়া যায়। রাজার বাম হস্তের নিস্ত্রে “কাচ” এবং লক্ষ্মীদেবীর দক্ষিণ পাশ্বে “সৰ্ব্বরাজোচ্ছেত্ত্ব” লিখিত আছে। এতদ্ব্যতীত রাজমূৰ্ত্তির চতুদিকে উপগীতি ছন্দে "কচোগামবজিত্য দিবং কৰ্ম্মভিরু স্তুষ্টমজয়তি ” লিখিত আছে ৫ । ষষ্ঠ প্রকারের মুদ্রায় একদিকে রাজা বামদিকে দাড়াইয়া দক্ষিণস্থ ব্যান্ত্রের প্রতি শর নিক্ষেপ করিতেছেন, ব্যান্ত্রের পশ্চাতে শশাঙ্কধাজ আছে। দ্বিতীয় দিকে মকরপৃষ্ঠে গঙ্গাদেবীর মূৰ্ত্তি ও শশাঙ্কধ্বজ আছে ৬ । এই জাতীয় মুদ্রার দুইটি বিভাগ আছে। প্রথমবিভাগে এক দিকে “ব্যাঘ্র পরাক্রমঃ” ও অপরদিকে “রাজা সমুদ্র গুপ্ত;” লিখিত আছে , (») Allan, b. M. C., pp. 14-15, Nos, 39-4o. (*) 1bid, p. 14, Nos. 37-38. (2} Ibid, p. 15 ; Ariani, Antiqua, pp. 424-25, pl. xviii, io, ts) Ailan, B.M. C., p. 12, t4) Ibid, pp. 15-17, Nos. 41-47 ; t. M. C., Vol. I, p. roo, INos. 1--2. “ (e) Allan, B. M. C., p. 17.

      • bid, No. 48.