পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఊ8 প্রাচীন মুদ্রা। পাশ্বের পরিবর্তে বামপাশ্বে দণ্ডায়মান । পঞ্চম উপবিভাগের মুদ্রায় লক্ষ্মীদেবী অশ্বের স্তায় সিংহপৃষ্ঠে আরূঢ়াং । ষষ্ঠ উপবিভাগের মুদ্রায় অম্বিকাদেবীর হস্তে পদ্ম এবং পাশ (?) আছে, কিন্তু ইহাতে রাজার পদতলের নিয়ে সিংহের মূৰ্ত্তি নাইও । সপ্তম উপবিভাগের মুদ্রায় প্রথম দিকে দক্ষিণ পাশ্বে ও দ্বিতীয় দিকে বামহস্তে পদ্মধারিণী অম্বিকার মূৰ্ত্তি আছে । অষ্টম উপবিভাগের মুদ্রায় প্রথম দিকে সিংহপৃষ্ঠে দণ্ডায়মান রাজমূৰ্ত্তি আছে, ইহাতে দেখিতে পাওয়া যায় যে, সিংহ আহত ইয়৷ পলায়ন করিতেছে । দ্বিতীয় বিভাগের মুদ্রায় একদিকে দণ্ডায়মান রাজমূৰ্ত্তি এবং আতত পতনোন্মুখ সিংহ ও অপরদিকে উপবিষ্ট দিছের পৃষ্ঠে আসীন দেবীমূৰ্ত্তি আছে। প্রথম দিকে “নরেন্দ্ৰসিংহ চন্দ্রগুপ্তঃ পৃথিবীং জিত্ব দিবং জয়তি” ও অপরদিকে “সিংহুচন্দ্রঃ” লিখিত আছে । প্রথমদিকের লিপির পাঠ অনেকাংশে অনুমানিক । তৃতীয় বিভাগের মুদ্রায় একদিকে রাজমুক্তি ও পলায়নপর সিংহের মূৰ্ত্তি এবং অপরদিকে সিংহপৃষ্ঠে আসীন দেবীমূৰ্ত্তি আছে৭ । এই বিভাগে দুইটি উপবিভাগ আছে । প্রথম উপবিভাগে প্রথম দিকে “মহারাজাধিরাজ শ্ৰীচন্দ্রগুপ্ত:” লিখিত আছে এবং দ্বিতীয় দিকে উপবিঃ সিংহপুষ্ঠে আসীনা পাশঙ্গস্তা (? দেবীমূৰ্ত্তি আছে ও তাঙ্গর দক্ষিণদিকে “শ্ৰীসিংহবিক্রম" লিখিত আছে । দ্বিতীয় উপবিভাগের মুদ্রায় প্রথম দিকে “দেবী মহারাজাধিরাজ øTAiian, B.-Åí, c, p. 3). (*) Ibid, p, 40, No, I 13, (9) Ibid, pp, 41-42, Nos, 1 1.4- 18, (8) Ibid, p, 42, Nos, 1 17-16, (*) Ibid, p, 43, (*) Ibid, No, I 19, (*) ibid, p. 44, No. 120, {v} Ibid,