পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম পরিচ্ছেদ । ›¢ማ ইহাতে একদিকে রাজার মুখ এবং ব্রাহ্মী-অক্ষরে “রঞো গোতমিপুতস সিরিয়ঞ সাতকণিস” লিখিত আছে। দ্বিতীয় দিকে উজ্জয়িনীনগরের চিহ্ন, সুমেরু পৰ্ব্বত, সর্প ও দাক্ষিণাত্যের ব্রাহ্মী-অক্ষরে “...ণয গোতম পুতষ হিরুয়ঞ হাতকণিষ” লিখিত আছে ১ । শকাব্দের প্রথম শতাব্দীর প্রথমার্দ্ধে শকজাতীয় দ্বিতীয় ক্ষত্রপবংশ কর্তৃক মালব ও সৌরাষ্ট্র অধিকৃত হইয়াছিল। মহাক্ষত্রপ চপ্পনের পৌত্র মহাক্ষত্রপ রুদ্রদাম মালব, সৌরাষ্ট্র, কচ্ছ প্রভৃতি দেশব্যাপী বিস্তীর্ণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন । কচ্ছে রুদ্রদামের রাজ্য-কালে ৫২ শকান্ধে ( ১৩০ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ চারিখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে ২ । সৌরাষ্ট্রে গির্ণর পর্বতগাত্রে রুদ্র-দামের রাজ্য-কালে ৭২ শকাব্দে ( ১৫০ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ একখানি বৃহৎ শিলালিপি আবিষ্কৃত হইয়াছে । ৩ ইহাতে রুদ্রদামের সাম্রাজ্যের বিবরণ আছে । রুদ্রদাম সে সময়ে পূৰ্ব্ব ও পশ্চিম আকরাবন্তী, অনুপনিকৃৎ, আনৰ্ত্ত, স্বরাষ্ট্র, শ্বভ্র, মরু, কচ্ছ, সিন্ধুসোঁবীর, কুকুর, অপরান্ত, নিষাদ প্রভৃতি দেশের অধিপতি ছিলেন। তিনি দুইবার দক্ষিণাপথেশ্বর শাতকণিকে পরাজিত করিয়া ছিলেন এবং যৌধেয়গণকে বিনষ্ট করিয়াছিলেন । রুদ্রদামের পিতামহ চণ্ঠনের পিতার নাম ঘূসমোতিক। ইহার নামযুক্ত একটি মাত্র মুদ্ৰা আবিষ্কৃত হইয়াছে। কিন্তু মুদ্রা-তত্ত্ববিদ রেপসন অনুমান করেন যে, ইহা চণ্ঠনের মুদ্র ৪ । চষ্টন হইতে দ্বিতীয় (?) lbid, p. 45, No. 178. (R) Annual Report of the Archaeological Survey of India, 1905-06, p. 165 F, ; Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, Vol. XXlII, p. 68. (•) Epigraphia Indica., Vol. VIII, p. 36, ff. (*) Rapson, B. M. C., p. 71,