পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>*8 প্রাচীন মুদ্রা । বোধিবৃক্ষ দেখিতে পাওয়া যায়। এই জাতীয় মুদ্রার লিপি সম্পূর্ণরূপে পঠিত হয় নাই ১ । চোড়মগুলের উপকূলে আর এক প্রকার সীসক নিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে । ইহাতে একদিকে একখানি অর্ণবপোত ও অপর দিকে উজ্জয়িনীনগরের চিহ্ন আছে ২ । এই জাতীয় মুদ্র সম্ভবতঃ অন্ধ -- রাজগণের মুদ্র, কারণ এইরূপ একটি মুদ্রায় “পুড়মাবি” নাম পঠিত হইয়াছে ৩। মহীশূরের উত্তরে এক জাতীয় দীর্ঘাকার সীসক-নিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে । ইহাতে একদিকে বৃষ ও অপর দিকে বোধিবৃক্ষ এবং শুমেরু পৰ্ব্বত আছে। এই সকল মুদ্রায় “সদকণকড়লায় মহারাঠস” লিখিত আছে ৪ । অধ্যাপক রেপসন অনুমান করেন যে, এই জাতীয় মুদ্র অন্ধ রাজগণের কোন মহারাঠ (মহারাষ্ট্রীয় ? ) বংশীয় শাসনকৰ্ত্ত কর্তৃক নিৰ্ম্মিত হইয়াছিল । । কারওয়ার জেলার অর্থাৎ কাণাড়। প্রদেশের উত্তরাদ্ধে আবিষ্কৃত কতক গুলি দীর্ঘাকার সীসক-নিৰ্ম্মিত মুদ্রায় ধুটুকড়ানন্দ ও মুড়ানন্দ নামক রাজদ্বয়ের নাম পাওয়া যায়। এই সকল মুদ্রায় একদিকে সুমেরু পৰ্ব্বত ও অপর দিকে বোধিবৃক্ষ আছে ৬ । মহারাষ্ট্রদেশের দক্ষিণভাগে অর্থাং বৰ্ত্তমান কোলাপুর রাজ্যে একপ্রকার সীসকের মুদ্র আবিষ্কৃত হইয়া থাকে। এই জাতীয় মুদ্রার লিপির অর্থ অদ্যাপি স্পষ্টরূপে বুঝিতে পারা যায় নাই । ইতার প্রথম দিকে সুমেরু AMA SAAAAA S S AAS AAAAASAAAAMMMSAMMAAASAASAASAASAASAASAASAASAAMMAAA AAAA SAAAA AAAAA MSMAAA AAAA SAS A SAS SSAS SSASAS MAMAMAMS (») Ibid, p. lxxxi, (*) Ibid. (*) ibid, p. lxxxii. (4) Ibid, pp. lxxxii—lxxxiii. {&) lbid, p. lxxxii. (*) Ibid, p. lxxxiii.