পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন মুদ্রা । با ۹ د নদীর জলের মধ্যে সস্তরণশীল তিনটি মৎস্তের মূৰ্ত্তি আছে। এই জাতীয় মুদ্র সীসক-নিৰ্ম্মিত । দ্বিতীয় প্রকারের মুদ্রা পোটিন-নিৰ্ম্মিত । ইহাতে একদিকে হস্তিমূৰ্ত্তি, বেষ্টনীমধ্যে বোধিবৃক্ষ, সুমেরু পৰ্ব্বত ও সমৎস্ত নদী আছে। দ্বিতীয় দিকে দণ্ডায়মান মনুষ্যমূৰ্ত্তি ও উজ্জয়িনীনগরের চিহ্ন আছে । মালবের প্রাচীন মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত সীসকের একটি মুদ্র আবিষ্কৃত হইয়াছে, ইহাতে জনৈক রাজার নামের আদ্যক্ষরস্বয় "অজ” পড়িতে পারা যায় । অন্ধ দেশে গোদাবরী জেলায় আর একটি সীসকমূৰ্ত্তি আবিষ্কৃত হইয়াছে । ইহাতে আর একজন রাজার নামের শেষাক্ষরদ্বয় “বীর” পড়িতে পারা গিয়াছেঃ । পূৰ্ব্ব ও পশ্চিম মালবে আবিষ্কৃত যে ছয় বিভাগের মুদ্রা পূৰ্ব্বে বর্ণিত হইয়াছে তাহাতে সাধারণতঃ “সাতকণিস” লিথিত আছে । মহারাষ্ট্রদেশের দক্ষিণ অংশে যে তিন প্রকারের মুদ্রা আবিষ্কৃত হইয়া থাকে তাহাতেও প্রকারভেদ দেখিতে পাওয়া যায়। বাশিল্পীপুত্র বিড়িবায়কুরের নামযুক্ত মুদ্র দ্বিবিধ। প্রথম প্রকারের মুদ্র সীসকনিৰ্ম্মিত । ইহাতে একদিকে সুমেরু পৰ্ব্বত, বেঃনীমধ্যে বোধিবৃক্ষ এবং স্বস্তিক ও দ্বিতীয় দিকে ধনু ও শর আছে । দ্বিতীয় প্রকারের মুদ্র পোটিন-নিৰ্ম্মিত ; ইহাতে একদিকে সুমেরু পৰ্ব্বতের উপরে বৃক্ষ এবং নন্দিপাদ চিহ্ন ও অপরদিকে ধনু ও শর আছে । মাঠরীপুত্র সিবলীকুরের নামাঙ্কিত মুদ্রা ও দ্বিবিধ। প্রথম প্রকারের মুদ্রা ও সীসক-নিৰ্ম্মিত ; 7 ممبر ب مہ۔ "ל ----------- بسدیم {x} Ibid, p. 1, No. 1. (*) Ibid, No. 2. (*) Ibid, p. 2, No. 3. (*) Ibid, No. 4. (*! Ibid, pp. 3-4. (e) Ibid, p. 5. Nos. 13-16 to) Hbid, p. 6, Nos. 17-21.