পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন মুদ্রা । אילצ মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহা লগুনের ব্রিটিশ মিউজিয়মে রক্ষিত আছে। ইহাতে দ্বিতীয় দিকে নাগরী অক্ষরে “শ্রীরকেরলস্ত” লিখিত আছে ఆసి চোলরাজগণের দুই প্রকারের সুবর্ণ মুদ্র আবিষ্কৃত হইয়াছিল । প্রথম প্রকারের মুদ্রা খৃষ্টীয় একাদশ শতাব্দীর পূৰ্ব্বে মুদ্রাঙ্কিত হইয়াছিল। ইহাতে চোলরাজগণের লাঞ্ছন বাঘ্রের সহিত চেররাজগণের লাঞ্ছন ধনু এবং পাগু্যরাজগণের লাঞ্ছন মৎস্ত দেখিতে পাওয়া যায় ২ । ইহা হইতে মুদ্রাতত্ত্ববিদগণ অনুমান করিয়া থাকেন যে, সে সময়ে পাণ্ড্য ও চেররাজগণ চোলরাজের অধীনতা স্বীকার করিতেন। খুষ্টীয় একাদশ শতাব্দীর প্রারস্তে চোলরাজগণ প্রায় সমস্ত দক্ষিণাপথ অধিকার করিয়াছিলেন এবং আগুামান দ্বীপপুঞ্জ ও সিংহল বিজয় করিয়াছিলেন । ১১২২ খৃষ্টাব্দের পরে চোলবংশীয় প্রথম রাজরাজদেব এক নূতন প্রকারের মুদ্র প্রচলিত করিয়াছিলেন । ইহাতে একদিকে দণ্ডায়মান রাজমূৰ্ত্তি ও অপর দিকে উপবিষ্ট রাজমূৰ্ত্তি আছে ৩ । ১১৭ খৃষ্টাব্দে চোলবংশীয় প্রথম কুলোত্তঙ্গ অতি লঘু সুবর্ণে একপ্রকার মুদ্র মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন চোলবিজয়ের পরে সিংহলের রাজগণ চোলমুদ্রার অনুকরণে এক প্রকার মুদ্র মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন । ইহাতে একদিকে দণ্ডায়মান রাজমূৰ্ত্তি ও অপর দিকে লক্ষ্মীমূৰ্ত্তি আছে । । এই জাতীয় মুদ্রা ১১৫৩ হইতে ১২৯৬ খৃষ্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। পরাক্রমবাহু, বিজয়বাহু, লীলাবতী, (*) Indian Coins, p. 36. (*) Elliott, South Indian Coins, p. 152, G, No. 151, pl. IV. (e) indian Coins, p. 36. {e) Indiam Antiquary, 1896, p. 321, pl. II, 26—27 (*) Indian Coins, p. 37.