পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ । حس ها ه همه جامعه است. সাসানীয় মুদ্রার অনুকরণ। যে বৰ্ব্বর জাতি প্রাচীন গুপ্ত সাম্রাজ্যের ধ্বংস-সাধন করিয়াছিল, তাহারা "হ্ণ" ও প্রাতীচ্যে “হণ” নামে পরিচিত। সংস্কৃত সাহিত্যে ইহার “শ্বেত”, “সিত” বা “স্কারচুণ” নামে উল্লিখিত হইয়াছে। বরাহমিহিরের বৃহৎ-সংহিতায় পল্লবগণের সহিত শ্বেত হুণগণের উল্লেখ আছে ১ । যাহারা স্কনদগুপ্তের রাজাকালে গুপ্তসাম্রাজ্য ধ্বংস করিয়াছিল, তাহারা মধ্য-এসিয়ার মরুবাসী এই শ্বেত হ্ৰণগণের শাখা মাত্র । শ্বেত হুণগণ অনুমাণ ৪২ খৃষ্টান্ধ হইতে ৫৫৬ খৃষ্টাব্দ পর্য্যন্ত বারংবার পারস্তের সাসানীয় রাজগণের অধিকার আক্রমণ করিয়াছিল ২ । ৫৫৬ খৃষ্টাব্দে ভুরুঙ্কগণ হুণগণের ক্ষমতা খৰ্ব্ব করিলে পারস্ত রাজগণ কুণ আক্রমণ হইতে অব্যাহতি পাইয়াছিলেন ৩ । সাসানীয় বংশের পারস্তরাজ দ্বিতীয় য়েজদেগের্দ ৪৩৮ হইতে ৪৫৭ খৃষ্টাব্দের মধ্যে এবং ফিরুজ ৪৫৭ হইতে ৪৮৪ খৃষ্টাব্দের মধ্যে বারবার হুণগণ কর্তৃক পরাজিত {}} গিরিদুর্গপহ্লব শ্বেতছুক্ষচোলাবগণমরুচীনা: | প্রত্যস্ত ধলিমহেচ্ছব্যবসায়পরাক্রমোপেতাঃ । 3*-*fool, Seiev, Kern's Edition, p. 106. (R) Indian Coins, p. 28, r (*) Ibid,