পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミeる প্রাচীন মুদ্রা । প্রমাদ ঘটিয়াছে। কানিংহাম, স্মিথ, রেপসন ১ প্রভৃতি মুদ্রাতত্ত্ববিদগণের মতানুসারে তোমর বংশের সুবর্ণমুদ্র গাঙ্গেয়দেবের সুবর্ণমুদ্রার অনুরূপ কিন্তু তাহাদিগের রজত বা তাম্রমুদ্র উদভাগুপুরের শাহিরাজ ংশের মুদ্রার অনুকরণ ২ । ই হাদিগের মতানুসারে কুমারপাল ও মহীপালের সুবর্ণমুদ্রা এবং অজয়পালের রজতমুদ্র তোমর বংশের মুদ্র । কুমারপাল, মহীপাল ও অজয়পালকে তোমরবংশজ বলিয়া গ্রহণ করিতে পারা যায় না। প্রথম কারণ, তোমর রাজবংশের বিশ্বাসযোগ্য বংশলতার অভাব ; দ্বিতীয় কারণ অপেক্ষাকৃত গুরুতর। মহীপালের সুবর্ণমুদ্র উত্তরাপথের সর্বত্র এমন কি সৌরাষ্ট্র ও মালবে পর্য্যস্ত আবিষ্কৃত হইয় থাকে। কুমারপাল ও অজয়পালের মুদ্র মধ্য-ভারতে ও সৌরাষ্ট্রে অধিক পরিমাণে আবিষ্কৃত হইয়া থাকে। মহীপালের নামাঙ্কিত এক প্রকার মিশ্রধাতুর মুদ্র আবিষ্কৃত হইয়া থাকে, ইহা উদভাগুপুরের শাহিরাজ ংশের মুদ্রার অনুকরণ। কিন্তু মহীপালের নামাঙ্কিত সুবর্ণমুদ্রার অক্ষরের আকার মিশ্রধাতু-নিৰ্ম্মিত মুদ্রার অক্ষরের আকার অপেক্ষ প্রাচীন ; সুতরাং মহীপাল, কুমারপাল ও অজয়পাল দিল্লীর তোমর বংশের রাজা হওয়া সম্ভব নতে। এই কারণে ত্রযুক্ত মৃত্যুঞ্জয় রায়চৌধুরী মহাশয়ের মতানুসারে মহীপালের সুবর্ণমুদ্র প্রতীহার বংশীয় সম্রাট মহেন্দ্রপালের পুত্ৰ মহীপালদেবের মুদ্রা বলিয়া গ্রহণ করাই সমীচীন ও । মিশ্রধাতু-নিৰ্ম্মিত মহীপালের নামযুক্ত মুদ্র অপর কোন মহীপালের মুদ্রা বলিয়া বোধ হয় না। কুমারপাল ও অজয়পাল গুজরাটের চালুক্য (x) Ibid. {R} Ibid. (৬) ঢাকা রিভিউ, ১৯১৫, পৃঃ ১৩৬ ।