পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

る〉ミ প্রাচীন মুদ্রা । কেবল গাঙ্গেয়দেবেরই মুদ্র আবিষ্কৃত হইয়াছে, তাহার পূর্ববৰ্ত্তী অথবা পরবত্তী চেদিবংশীয় রাজগণের অন্ত কাহার ও মুদ্র আবিষ্কৃত হয় নাই । গাঙ্গেয়দেবের সুবর্ণ, ১ রজত ২ ও তাম্র ৩ নিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। তিন ধাতুর মুদ্রাই এক প্রকারের, ইহাতে একদিকে দুইছষ্ট্রে রাজার নাম ও অপরদিকে চতুভূজ দেবীর মূৰ্ত্তি আছে। মঙ্গকৌশলে চেদিবংশের অপর শাখার অধিকার ছিল । এই রাজবংশের তিনজন রাজার মুদ্র আবির্ভূত হইয়াছে । এই সকল মুদ্রায় জাজয়দেব, রত্নদেব ও পৃথ্বীদেব নামক রাজত্ৰয়ের নাম দেখিতে পাওয়া যায়, কিন্তু এই রাজবংশেব খোদিত-লিপিসমূহ হইতে অবগত হু ওয়া যায় যে, এই বংশের গুইজন জাজয়দেব, তিনজন রত্নদেব ও তিনজন পুর্থীদেব নামধারী" রাজা ছিলেন। ইহাদিগের মধ্যে কাহার মুদ্র আবিষ্কৃত হইয়াছে তাহা নিণয় করা কঠিন । শ্ৰীযুক্ত স্মিথ অনুমান করেন যে, পুর্থীদেব ও জাজয়দেবের নামাঙ্কিত মুদ্র দ্বিতীয় পুষ্ট্ৰীদেব এ ও দ্বিতীয় জাঞ্জল্লদেবের “ মুদ্র এবং রত্নদেবের নামাঙ্কিত মদ্র তৃতীয় রত্নদেবের ৭ মুদ্র । তাহার মতাম্বুসরে দ্বিতীয় পুর্থীদেৰ ১১৪০—১১৬০ খৃষ্টাব্দ পর্যাস্তু, দ্বিতীয় জাজ্বল্পদেব ১৬০-১১৭৫ খৃষ্টাব্দ পর্যান্ত এবং তৃতীয় রত্নদেব ১১৭৫-১১৯০ খৃষ্টাব্দ রাজত্ব করিয়াছিলেন । জেজাক ভুক্তি বা জেজা চুক্তির চন্দ্রাত্রেয় } ], ; Ib A. Smith, Catalogue of Coins in the Indian Museum, ) ১৯১52, Nos, i - t. fäöfg;ra &stningbani's Coins of Mediaeva! India, p. 72. Nos. 4 5. mBBBBB BBBS LS LLLS 0S CS 000SS Lr0S 00S00S twfwzz offey! qraphia Indica, Vol. VIII, App. I. pp. 16 -17 মুন্নাতেও এইরূপ {C, Vol. 1, p. 254. {*) Cunni %. 255. gł