পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । & নিষ্ক নিৰ্ম্মিত কণ্ঠহারের উল্লেখ করিয়াছেন । শতপথ ব্রাহ্মণে এক শতমান সুবর্ণের উল্লেখ আছে। এই সকল স্থানে নিদ্ধ বা শতমান চূর্ণ ধাতুর ওজনও বুঝাইতে পারে, কিন্তু বৌদ্ধ সাহিত্যে ধাতু নিৰ্ব্বিশেষে কার্যাপণ বা কাঙ্কাপণ নামের প্রয়োগ দেখিয়া স্পষ্ট বুঝিতে পারা যায় যে, তৎকালে উক্ত ওজনের নাম হইতে মুদ্রার নামে পরিণত হইয়াছিল । মনুষ্কৃত তাম্র ওজনের প্রণালীতে দেখিতে পাওয়া যায় যে, ৮০ রতিতে এক কার্ষাপণ মুদ্র বুঝাইতেছে। এই সকল প্রমাণের উপর নিভর করিয়া স্বচ্ছন্দে বলা যাক্টতে পারে যে, অতি প্রাচীনকালে ভারতবর্ষে সুবর্ণ, রজত, তাম্র প্রভৃতি ওজনের ভিন্ন ভিন্ন নামগুলি মুদার নামে পরিণত হইয়াছিল। অধিকাংশ বিদেশীয় মুদ্রাতত্ত্ববিদ পণ্ডিতগণ এই মত গ্রহণ অথবা পোষণ করিয়াছেন । বিখ্যাত মুদ্রতত্ত্ববিদ এড় ওয়ার্ড টমাসের ( Edward Thomas ) মতে মানবধৰ্ম্মশাস্ত্র উল্লিখিত সুবর্ণ, রজত, তাম্রাদি ধাতুর ওজনের নামগুলি কেবল ওজনের নাম নহে, মানবসমাজে বিনিময়ের উপকরণ স্বরূপ ব্যবহৃত SSS SBBSSBBBBBSBBBBBBSttS BBBS BBBBS অঙ্গমিদং দয়সে বিশ্বমভূং ন বা ওজীয়ে দ্রত্নদস্তি । --ঋকসংহিতা, ২য় মণ্ডল, ৩৩ স্বত্ত ১ - ঋক্ । {x} “Buddha Ghosha mentions a gold and silver as well as the ordinary ( that is, bronze or copper) kahapana.” —On the Ancient Coins and Measures of Ceylon, by T. W. Rhys David, p. 3.