পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । ➢ማ প্রসিদ্ধ মুদ্রাতত্ত্ববিদ্‌ ভিন্সেণ্ট এ, স্মিথ প্রাচীন পুরাণ, কার্যাপণ আদি মুদ্র সমূহকে চারিভাগে বিভক্ত করিয়াছেন – ( S) Soto so, (Solid ingot) | বর্তমান কাল পর্য্যস্ত এই জাতীয় তিনটিমাত্র মুদ্র আবিষ্কৃত হুইয়াছে। ( ) zEFW's, (bert bar ) . gxft zo costomws বাকাইয়া মুদ্র প্রস্তুত করিলে কেহ উক্ত হইতে রৌপ্য খণ্ড কাটিয়া লইতে পরিবে মা বলিয়া এই প্রথা অবলম্বিত হইয়াছিল । (৩) সম বা অসম চতুষ্কোণ। এই জাতীয় মুদ্রাই প্রচুর পরিমাণে আবিষ্কৃত হইয়াছে । শ্ৰীযুক্ত স্মিথ ইহাকে চারিটি উপবিভাগে বিভক্ত করিয়াছেন --- ( ক ) ইহার একদিকে বহু অঙ্কচিহ্ন আছে, কিন্তু অপর দিকে কোন চিহ্ন নাই । ( খ ) ইহাতে একদিকে একটি ও অপর দিকে বহু অঙ্কচিহ্ন আছে । (গ ) ইহাতে একদিকে দুইট ও অপরদিকে বহু অঙ্কচিঙ্গ আছে । ( ) ইহাতে একদিকে তিন বা ততোধিক ও অপরদিকে বহু অঙ্কচিহ্ন আছে । ( 4 ) গোলাকার মুদ্রা, ইঙ্গতেও তিনটি উপবিভাগ আছে – ( ক ) ইহার একদিকে একটি ও অঙ্কচিহ্ন নাই, কিন্তু অপরদিকে বহু অঙ্কচিক্স আছে । (খ ) ইঙ্গতে একদিকে একটি ও অপরদিকে বহু অঙ্কচিহ্ন আছে । (গ) ইহাতে একদিকে দুই বা ততোধিক ও অপরদিকে বহু অঙ্কচিহ্ন আছে।