পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। উৎকীর্ণলিপি অথবা লিপিবদ্ধ ঐতিহাসিক ঘটনার স্থায় প্রাচীন মুদ্র লুপ্ত-ইতিহাস উদ্ধারের একটি প্রধান উপকরণ। মুদ্রার প্রমাণ প্রত্যক্ষ তইলে ও তদ্দারা যে রাজার নামে উহা মুদ্রাঙ্কিত হইয়াছিল তাহার অস্তিত্বজ্ঞাপন ব্যতীত অপর কিছু প্রমাণ করিতেছে বলা যায় না। যে সকল দেশে প্রাচীনকালের লিপিবদ্ধ ইতিহাস আছে, সে সকল দেশে লুপ্ত-ইতিহাস পুনর্গঠনের উপাদান স্বরূপ প্রাচীন মুদ্রার মূল্য অধিক নহে। কিন্তু ষে সকল দেশে প্রাচীনকালের ইতিহাস লিপিবদ্ধ হয় নাই, যে সকল দেশে জনপ্রবাদ, বিদেশীয় পর্যাটকগণের ভ্রমণ-বৃত্তাস্তু,প্রাচীন শিলালিপি বা তাম্রশাসন এবং সাহিত্যের উপরে নির্ভর করিয়া লুপ্ত-ইতিহাস উদ্ধার করিতে হয়, দে সকলদেশে প্রাচীন মুদ্র ইতিহাস রচনার একটি প্রধান উপকরণ ; এই জন্য প্রাচীন মুদ্র ভারতীয় ঐতিহাসিক তত্ত্বানুসন্ধিৎসুগণের পক্ষে অত্যাবগুক ।

  • ভারতবর্ষে স্বদেশীয় ভাষায় মুদ্রাতত্ত্ব ( Numismatics ) সম্বন্ধে মৌলিক গবেষণা বা সুচিন্তিত প্রবন্ধ সাধারণতঃ লিখিত হইয়া থাকে না । ভারতবর্ষীয় পুরাতত্ত্ববিদগণের মধ্যে র্যাহারা মুদ্রাতত্ত্ব সম্বন্ধে আলোচনা করিয়া থাকেন, তাহারা সাধারণতঃ ইংরাজী ভাষায় নিজ মত লিপিবদ্ধ করিয়া থাকেন । এই জন্ত ভারতীয় মুদ্রাতত্ত্ব ভারতবর্ষের কোন দেশে প্রচারিত হয় নাই। ভারতের প্রাচীন ইতিহাস, ভূগোল, প্রত্নলিপিতৰ প্রভৃতি পুরাবিষ্কার ভিন্ন ভিন্ন শাখা সম্বন্ধে সভ্যামুসন্ধিৎসু ছাত্ৰগণের উপযোগী ইংরাজী ভাষায় বহু সুলিখিত গ্রন্থ আছে, কিন্তু মুদ্রা