পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন भूम्ला i نة نيا ইউথিদিমের পৌত্র ১ । অধ্যাপক গার্ডনারের গ্রন্থ প্রকাশিত হইবার পরে দ্বিতীয় ইউথিদিমের আর তিন প্রকার মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহার মধ্যে এক প্রকার নিকেল নিৰ্ম্মিত । পাশ্চাত্য রসায়নবিদ্যাবিদগণ খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীতে নিকেল আবিষ্কার করিয়াছিলেন, ২ কিন্তু ভারতীয় গ্রীকরাজগণের নিকেল নিৰ্ম্মিত কতিপয় মুদ্র আবিষ্কৃত হওয়ায় ও প্রমাণ হুইতেছে যে উহা পুনরাবিষ্কার মাত্র, কারণ প্রাচ্যজগতে অতি প্রাচীনকাল হইতে নিকেল নামক ধাতুর ব্যবহার ছিল । তাত না হইলে দ্বিতীয় ইউথিদিম ও দিমিত্রিয় কথনই প্রায় বিশুদ্ধ নিকেল হইতে মুদা নিৰ্ম্মাণ করিতে সক্ষম হইতেন না। দ্বিতীয় ইউথিদিমের নিকেল নিৰ্ম্মিত মুদ্রার একদিকে আপোলোর মুখ ও অপর দিকে ত্রিপদ বেদী দেখিতে পাওয়া যায় ৪ । দ্বিতীয় ইউথিদিমের নব আবিষ্কৃত তাম্র মুদ্রার দুইটি বিভাগ আছে । প্রথম বিভাগের তাম্র মুদ্রা সব্বাংশে নিকেল নিৰ্ম্মিত মুদ্রার অনুরূপ * । দ্বিতীয় বিভাগের তাম্র মুদ্রার একদিকে হাকিউলিসের মূৰ্ত্তি ও অপরদিকে একটি অশ্বের মুৰ্বি আছে ৬ । প্রথম ও দ্বিতীয় ইউধিদিমের মুদ্রাসমূহ ভারতীয় গ্রীকরাজগণের গ্রীস দেশয় তোলের রীতি অনুসারে নিৰ্ম্মিত মুদ্র । ইউথিদিমের পূৰ্ব্ববৰ্ত্তী গ্রীকরাজগণ কেষ্টই ভারতীয় ধাতু-তোলের নিয়মানুসারে মুদ্রাঙ্কন করেন নাই। প্রথম ইউথিদিমের পুত্র দিমিত্রিয় সৰ্ব্ব প্রথমে তাহার মুদ্রায় (>) B.M.C, p. 18 ; pi. III, 3-6. (*) Numismatic Chronicle– 1868 p. 3o7, (*) Ibid p. 308. (8) Catalogue of Coins in the Punjab Museum, Lahore, by R. B. Whitehead, Vol. 1, p. 14. (o) Ibid. p. 15, Nos. 32-33. (*) ibid. No. 34.