পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । 8X এই কয় জাতীয় রজত মুদ্রা ভিন্ন এবুক্রতিদের কতকগুলি ঈষৎ বিভিন্ন আকারের রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে, এইগুলি অতীব দুষ্প্রাপ্য। কানিংহাম এইগুলি সংগ্ৰহ করিয়াছিলেন। মুদ্রা-তত্ত্ববিদ হোয়াইট ছেড় এইগুলির সংক্ষিপ্ত তালিকা লিপিবদ্ধ করিয়াছেন১ । সচরাচর এবুক্রতিদের পাচ প্রকার তাম্র মুদ্রা দেখিতে পাওয়া যায়। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে রাজার মুখ ও অপর দিকে দুইটি অশ্বারোহী মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়। ইহার দুইটি উপবিভাগ আছে ; প্রথম উপবিভাগের মুদ্রা গোলাকার এবং ইঙ্গতে কেবল গ্রীক অক্ষরে রাজার নাম ও উপাধি লিখিত আছে । দ্বিতীয় উপবিভাগের মুদ্র চতুষ্কোণ এবং ইহাতে গ্রীক ও ধরোষ্ঠী উভয় বর্ণমালাই ব্যবহৃত হইয়াছেও । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে শিরস্ত্রাণ-পরিহিত রাজার মুখ ও অপর দিকে গ্ৰীক বিজয় দেবীর (Nike) মুক্তি আছে । তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে শিরস্ত্ৰাণ-পরিহিত রাজার মুখ ও অপর দিকে সিংহাসনে উপবিষ্ট জুপিটারের মূৰ্ত্তি আছে । এই জাতীয় মুদ্রায় থরোষ্ঠী অক্ষরে লিখিত আছে “কবিশিয়ে নগর দেবতা ৬ । ইহা হইতে অনুমান হয় যে, জুপিটার কপিশার নগর দেবতারূপে পূজিত হইতেন । চতুর্থ প্রকারের মুদ্রায় একদিকে রাজার মুখ ও অপর দিকে (3) Catalogue of coins in the Punjab Museum, Lahore, p. 27, (R) Ibid, p. 22, Nos, 81--86 : 1. M. C., Vol. I, p. 12, Nos. 14–16. * (9) Ibíd., pp. 22-25, Nos. 87-t29 : I. M, C., Vol. I, pp. 12-13, Nos. 17-28, (8) ibid, p. 13, No. 30 ; P. M. C., Vol. I, p. 26, No. 130. (*) Ibid, p. 26. No. 131. * (*) J. Marquart, Eranshahr, pp. 280–81 ; Journal of the Royal Asiatic Society, 1905, pp. 783–86, :