পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t૨ প্রাচীন মুদ্রা। কখন লিপিবদ্ধ আছে ১ । কাশ্মীর দেশীয় কবি ক্ষেমেন্দ্রের ‘বোধিসত্ত্বাবদান-কল্পলতায়’ ‘মিলিনা’ স্থানে ‘মিলিক্স’ দেখিতে পাওয়া যায় ২ । ঐতিহাসিক পুটার্ক লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, মেনন্দ্রের মৃত্যু হইলে তাহার ভস্মাবশেষ ভিন্ন ভিন্ন নগর সমূহের মধ্যে বিভক্ত হইয়াছিল ৩ । মেমন্দ্র ও আপলদতের মুদ্রা খৃষ্টীয় প্রথম শতাব্দী পর্যন্ত বরোচে প্রচলিত ছিল । এই জাতীয় মুদ্রার প্রচলন এত অধিক হইয়াছিল যে, খৃষ্টীয় অষ্টম শতাব্দী পর্য্যন্ত গুজরাটের প্রাচীন রাজগণ, ইহার অনুকরণ করিতেন। মেনন্দ্রের পাচ প্রকার রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে মুকুট-পরিহিত রাজার মস্তক ও অপর দিকে গ্রীক দেবতা পালাসের মূৰ্ত্তি আছে ৪ । ইহাতে ক্ষুদ্র ও বৃহং এই দুইটি বিভাগ আছে। দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে শিরস্ত্রাণপরিহিত রাজার মস্তক ও অপর দিকে পালাসের মূৰ্ত্তি আছে • । ইহাতেও ক্ষুদ্র ও বৃহং দুইটি বিভাগ আছে। তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে মুকুট-পরিহিত শূলছস্ত রাজার দেহাদ্ধ ও অপর দিকে পালাসের মূৰ্ত্তি আছে ৬ ইহাতে তিনটি বিভাগ আছে। ক্ষুদ্র, বৃহৎ এবং মুকুট-পৱিস্থিত রাজার মস্তকের পরিবর্ষে শিরস্ত্রাণ-পরিহিত রাজার ALLLAS AS S AAAAA AAAAM SSASAS SSAS SSASAS A SAS SSAS SSAS SSAS MAMMAAA AAAA AAAA AAAA AAAAM MA AMAeMBS (১) মিলিঙ্গ পঞহো (পরিষৎ গ্রন্থাবলী ২২ ) পৃ: ৪-৪• । (2) journal of the Buddhist Text Society, 1904, Vol. VII, pt. iii, pp, i-6. (o) Numismatic Chronicle, Vol. X, p. 229, (8) P. M. C., Vol. I, p. 54, Nos. 373-78 ; t. M. C., Vol. I, pp. 23-24, Nos, 25-45. ' 14) Ibid. pp. 22-23, Nos. 1-23 ; P. M. C., Vol. I, p. 54, .Nos. 379-81. 3 * , (*) Ibid, p. 55, No. 382 ; 1.M.C., Vol.1. pp. 24-26. Nos. 46—78.