পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** প্রাচীন মুদ্রা । প্রকারের মুদ্রায় একদিকে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে বিজয়াদেবীকে হস্তে ধারণ করিয়া দণ্ডায়মান জুপিটারের মূৰ্ত্তি আছে ১ । এই ত্রয়োবিংশ প্রকারের মুদ্রায় একদিকে গ্ৰীকৃ অক্ষরে ও অপরদিকে খরোষ্ঠী অক্ষরে অয়ের নাম ও উপাধি আছে। চতুৰ্ব্বিংশ প্রকারের মুদ্র গোলাকার । ইহাতে একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও গ্রীক্ অক্ষরে অয়ের নাম ও উপাধি এবং দ্বিতীয় দিকে পালাসের মূৰ্ত্তি এবং খারাষ্ঠী অক্ষরে “ইন্দ্রবৰ্ম্ম পুত্রস অস্পবৰ্ম্মস স্ত্রতেগস জয়তস” লিখিত আছে। এতদ্ব্যতীত অয়ের আরও দুই এক প্রকার দুষ্প্রাপ্য তাম্র মুদ্রা আছে মুদ্রাতত্ত্ববিদ চোয়াইট্রহেড তাহার তালিকা প্রদান করিয়াছেন ৩ । কতকগুলি রজত ও তাম্র মুদ্রায় একদিকে গ্ৰীক অক্ষরে অয়ের নাম ও উপাধি এবং অপর দিকে খরোক্ট অক্ষরে অয়িলিযে’র নাম ও উপাধি আছে ৪ । এই জাতীয় মুদ্রা অতীব দুষ্প্রাপা। ইহাতে তিন প্রকারের রৌপ্য ও এক প্রকারের তাম্র মুদ্রা দেখিতে পাওয়া যায়। প্রথম প্রকারের রৌপ্য মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে শূলহস্তে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে তালবৃক্ষের শাখা হস্তে দেবীমূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় দ্বিতীয় প্রকারের মুদ্রায় অপর দিকে তালবৃক্ষের শাখা হস্তে দেবীমূৰ্ত্তির পরিবর্তে বজ্রহস্তে পালাসের মূৰ্ত্তি আছে ৬ । তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে কশা SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS (5) Journal of the Asiatic Society of Bengal. N.S.,Vol.V.I. p. 562. (*) I. M, C., Vol. I, pp. 52-54, Nos. I-27 ; P. M, C., Vol. #, pp, 130--31, Nos. 31o--18. (*) Ibid, p. 131. {s} shid, p. 132. (*) Ibid, No. 319. * - t•) Numismatic Chronicle, 1890, p. i5o, pl. X, 2. ( Coins of the Sakas, pl. VII, 2.) w