পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

फिब्रिथि-दक्षेिक বলিয়াই পরিচিত ছিল। এখন আফ্রিকী হইতে মোলাক্কাস পৰ্য্যন্ত পর্তুগালের, এবং তাহার পূর্বদিকে যাহা কিছু, তৎসমস্ত স্পেনের বলিয়া নির্দিষ্ট হইল। এতদিন এসিয়ার সাগরবক্ষে কেবল পর্তুগালের অর্ণবষানই অব্যাহত গতিতে গতায়াত করিতেছিল ; এখন পর্তুগালের ন্যায় স্পেনের অর্ণবপোতিও তুল্যরূপ অব্যাহতগতিতে গতায়াত আরম্ভ করিয়া BDSS BDBDBD DuDuLDS S BDBD BBBDB DuBBD KLBD DBB DBBDDD BDBBBB DBBD D DBuBuBueS DBDD DBBDBBB DDDDDD LD DBDBBD নিরস্ত হইয়া গেল। ১৫৮০ খৃষ্টাব্দে পর্তুগাল স্পেন রাজ্যের অন্তৰ্ভুক্ত হইয়া গেল ; সুতরাং এসিয়ার সমুদ্রপথে আবার কিয়াৎকালের জন্য একটি মাত্র ইউরোপীয় রাজ্যের অর্ণবযান গতায়াত করিতে লাগিল । পৃথিবীর ইতিহাসে দেখিতে পাওয়া যায়—যাহা দীর্ঘকালে ধীরে ধীরে গোপনে গোপনে সঞ্চিত হইতে থাকে, সুসময় প্ৰাপ্ত হইবামাত্র তাহা অতি অল্পক্ষণের মধ্যেই যুগান্তর উপস্থিত করিয়া থাকে। খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষ পাদ এইরূপ একটি অল্পীক্ষণ ; কিন্তু অল্প হইলেও চিরস্মরণীয়। সেই অল্পক্ষণে যাহা সংঘটিত হইয়াছিল, অস্থাপি তাহার প্রভাব বিলুপ্ত হয় নাই ; বরং তাহার প্রভাবে মানবচিত্ত দিন দিন অধিক স্বাধীনতা অবলম্বনে অধিক উন্মত্ত হইয়া উঠিয়াছে । সেই অল্পক্ষণে রাজা ফকির হইয়াছে, ফকীর রাজমুকুট কুড়াইয়া পাইয়াছে ! তখনও ইউরোপের অবস্থা সৰ্বাংশে প্ৰশংসনীয় হয় নাই ; কৃষিশিল্প তখনও যথাযোগ্য সমাদর লাভ করে নাই ;-শিক্ষা ও সভ্যতা তখনও মানব-সমাজের সকল স্তরে যথাযোগ্য প্রভাব বিস্তার করিতে পারে নাই,-তখনও এক দিকে অদম্য জ্ঞানানুরাগ, অন্যদিকে চিরনিদ্রাতুর অন্ধ অজ্ঞানতা সমগ্ৰ খৃষ্টান সমাজকে যুগপৎ বিপরীত পথে আকর্ষণ করিতেছিল ; বরং বর্বরতা পরিহার করিবার প্রাণপণ চেষ্টা যেন পুরাতন বর্বরতাকে অধিক প্ৰবল করিয়া তুলিয়াছিল। তখন