পাতা:বঙ্কিমচন্দ্রের উপন্যাস গ্রন্থাবলী (দ্বিতীয় ভাগ).djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সীতারাম সাধুবাদ করিয়া সম্মত হইলেন । তার কেবল ভয়, রম কথা কহিতে পারিবে ন| সীতারামেরও সে ভয় ছিল । সে যদি ন! পারে, তবে সকল দিক্‌ যাইবে । দ্বিতীয় পরিচ্ছেদ তখন সীতারাম ঘোনণা করিলেন সে, অlমদরবারে গঙ্গারামের বিচার হইবে । রাজার আজ্ঞানুসারে সমস্ত নগরবাসী, উপস্থিত হঈয়। বিচার দর্শন করিবে । আজ্ঞ পাইয়। অবধারিত দিবসে সহস্ৰ সহস্র প্রজাবৃন্দ আসিয়! দরবার পরিপূর্ণ করিল। দিল্লীর অন্তকরণে -সাতারাম এক “দরবারে আম” প্রস্তুত করিয়াছিলেন । আজিকার দিন তাহ রাজকৰ্ম্মচারীদিগের যত্নে সুসজ্জিত হইয়াছিল । দিল্লীর মত তাহার রূপার চাঁদোয়া, মতির ঝালর ছিল না, কিন্তু তথাপি চন্দ্ৰাতপ পট্টবস্ত্রনিৰ্ম্মিত, তাহাতে জরির কাজ । স্তস্তসকল সেইরূপ কারুকার্য্যখচিত, পট্টবস্ত্রে আবৃত ৷ নানাচিত্রবর্ণরঞ্জিত কোমল গালিটার সভামণ্ডপ শোভিত, তাহার চারিপাশ্বে বিচিত্রপরিচ্ছদধারা সৈনিকগণ সশস্ত্র শ্রেণীবদ্ধ হইয়া দণ্ডায়মান । বাহিরে অশ্বাhেঢ় রক্ষিব । শাস্তিরক্ষা করিতেছে । সভামণ্ডপমধ্যে শ্বে তমশ্মরনিৰ্ম্মিত উচ্চ বেদীর উপর সীতারামের জন্য স্বর্ণখচিত, রৌপ্যনিৰ্ম্মিত, মুক্তাঝালরশোভিত সিংহাসন রক্ষিত হইয়াছে । ক্রমে ক্রমে দুর্গ লোকারণ্য হইয়। উঠিল । সভামণ্ডপ-মধ্যে কেবল উচ্চশ্রেণীর লোকেরাই স্থান পাইল । নিয়শ্রেণীর লোকে সহস্ৰে সহস্ৰে সভামণ্ডপ পরিবেষ্টিত করিয়া বাহিরে দাড়াচয়! দেখিতে লাগিল । বাতায়ন হইতে এই মহাসমারোহ দেখিতে পাইয়া মহারাজ্ঞী নন্দ দেবী রমাকে ডাকিয় আনিয়া এই ব্যাপার দেখাইয়। জিজ্ঞাসা করিলেন, “কেমন, এই সমারোহের মধ্যস্থানে দাড়াইয়। বলিতে পারিবে ? সাহস হইতেছে ত ?” ' রম । যদি আমার স্বামিপদে ভক্তি থাকে, তবে নিশ্চয় পারিব । নন্দ । আমরা কেহ সঙ্গে যাইব ? বল ত আমি যাই । রমা । তুমিও কেন আমার সঙ্গে এ অসন্ত্রমের সমুদ্রে - ঝাপ দিবে ? কাহাকেও যাইতে হুইবে না । কেবল একটা কাজ করিও । যখন আমার কথা 8t কহিবার সময় হইবে, তখন যেন আমার ছেলেকে কেহ লষ্টয়। গিয়া আমার নিকট দাড়ায় । তাহার মুখ দেখিলে আমার সাহস হইবে। নন্দ স্বীকত হইয়া বলিল, “এখন সভামধ্যে যাইতে হইবে, একটু কাপড় চোপড় দুরস্ত করিয়া নাও । এই বেল প্রস্তুত হও " রম স্বীকৃত হইয়! আপনার মহলে গেল । । সেখানে ঘর রুদ্ধ করিয়৷ মাটীতে পড়িয়া, যুক্তকরে ডাকিতে লাগিল, “জয় লক্ষ্মীনারায়ণ ! জয় জগদীশ ! আজিকার দিনে আমার স্বাহী বলিবার, তাহ-বলিয়া আমি যদি তার পর জন্মের মত বোবা হই, তাহাও আমি তোমার কাছে ভিক্ষা করি । আজিকার দিলু সভামধ্যে আপনার কথা বলিয়া, আর কখনও ইহজন্মে কথা ন কই, তাও তোমার কাছে ভিক্ষা করি । আজিকার দিন মুখ রাখিও । তার পর মরণে আমার কোন তঃখ থাকিবে না ।" তার পর বেশ পরিবর্তনের কথাটা মনে পড়িল । রম! ধাত্রীদিগের একথান। সামান্ত বস্ত্র চাহিয়া লইয়া তাই পরিয়া সভামণ্ডপে যাইতে প্রস্তুত হইল । নন্দ দেখিয়৷ বলিল, “এ কি এ ?" রম বলিল, “আজি আমার সাজিবার দিন নয় । বিধতা যদি আবার কখন সাজিবার দিন দেন, তবে আবার সাজিব । নহিলে এই সাজাই শেষ । এই বেশেই সভায় যাইব ।” নন্দ বুঝিল, ইহা উপযুক্ত । আর কোন আপত্তি করিল না । তৃতীয় পরিচ্ছেদ যথাকলে মহারাজ সীতারাম রায় সভাস্থলে সিংহাসনে গিয়! বসিলেন । নকিব স্তুতিবাদ করিল, কিন্তু গত বাদ্য সে দিন নিষেধ ছিল । তখন শৃঙ্খলাবদ্ধ গঙ্গারাম সম্মুখে আনীত হইল । তাহাকে দেখিবার জন্য বাহিরে দণ্ডায়মান জনসমূহ বিচলিত ও উন্মুখ হইয়া উঠিল । শাস্তিরক্ষকেরা তাহাঁদিগকে শান্ত করিল। রাজা তখন গঙ্গারামকে গম্ভীর-স্বরে বলিলেন, "গঙ্গারাম ! তুমি আমার কুটুম্ব, আত্মীয়, প্রজা এবং বেতনভোগ । আমি তোমাকে বিশেষ স্নেহ ও অনুগ্রহ করিতাম, তুমি বড় বিশ্বাসের পাত্র ছিলে, ইহা সকলেই জানে। একবার আমি তোমার প্রাণও রক্ষা করিয়াছি । তার পর তুমি