বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(षणानि,चः *२१• । হইলেও শোভা পায়। রাজা প্রবর সেনের আজ্ঞানুসারে কালিদাস সেতু কাব্য নামক প্রাকৃত কাব্য সংস্কৃত টীকা সহ রচনা করেন। সুন্দরকৃত বারাণসী দর্পণট| কাকার রামগ্রিম কালিদাসকে সেতু কাব্য রচক বলিয়াছেন ; বৈদ্যনাথকৃত প্রতাপ রুদ্র, দণ্ডীপ্রণীত কাব্যাদর্শ এবং সাহিত্য দপূর্ণ গ্রন্থে সেতু কাব্যের শ্লোক উদ্ধৃত হইয়াছে। সেতুকান্ত বিতস্তা নদীর উপরে প্রবরসেম নৃপতি যে, নৌ সেতু নিৰ্ম্মাণ করিয়াছিলেন , তাহার বর্ণনায় পরিপূর্ণ। ইনি “অভিনব” বা দ্বিতীয় প্রবরসেন । ইহঁর পিতামহ শ্রেষ্ঠ সেন রাজতরঙ্গিণীর মতে, “প্রথম প্রবরসেন” নামে বিখ্যাত। প্রিন্সেপ এই দুইজন ভিন্ন অস্ক কোন প্রবরসেনের নাম লেখেন নাই। দ্বিতীয় প্রবরসেন মাতৃগুপ্তের পরে কাশ্মীর শাসন করিয়াছিলেন। কান্ত কুবুজের প্রবল প্রতাপান্বিত নপতি হর্ষবৰ্দ্ধন বা শিলাদিত্যের সভাসদ কবি বাণ হর্ষচরিতে প্রবরসেনের ও সেতুকাব্য প্রণেতা কালিদাসের এইরূপ প্র| শংসা করিয়াছেন যথা – কীৰ্ত্তিঃ প্রবরসেনস্ত প্রয়াত কুমুদোজ্জ্বলা সাগরস্য পরং পারং'কেপিসেনেবসেতুন। } নিৰ্গতামুন বাকস্ত কালিদাস্ত স্বক্তিযু প্রীতিমধুরসাদ্রা স্বমঞ্জরাত্ত্বিবজায়তে ॥ এই কালিদাস যদি এবয়সেনের সম ষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ছিলেন। } ইনি এবং মাতৃগুপ্ত এক ব্যক্তি, তাহা । রাজতরঙ্গিণীর প্রমাণে ঠিক ইইতেছে, } এবং মহাকবি কালিদাসও—একথা ভাও ! দাজী লিখিয়াছেন, তদ্‌ষ্টে জামাদিগের | মহাসংশয় উপস্থিত হইল। এক্ষণে | কালিদাসকে লইয়া মহাপ্রমাদ উপ- | স্থিত। বিক্রমাদিত্যও অনেকগুলি-তা- | হার মধ্যে উপরের লিখিত বহুবিধ সং- | ! স্কৃতগ্রন্থের প্রমাণে শকারি বিক্রমাদিত্য, । একজন পৃথক ব্যক্তি। কথিত আছে, | মগধেশ্বর চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য মুলতা- | নের নিকটস্থ কারার নামক স্থানে শকগণকে পরাজিত করতঃ “শকাদা" স্থাপন করিয়াছেন। আমরা বাল্যকালে | জানিতাম, বিক্রমাদিত্য শকদিগকে দমন | করিয়া অব্দ স্থাপন করেন ও তাহার | দেখুন কালিদাসের বিষয়ে কিছুপ সংশয় | নবরত্বের সভায় কালিদাস ৫৭ খ্ৰীঃ পূঃ. বর্তমান ছিলেন, কিন্তু এক্ষণে সে বিষয় | খণ্ডন হইতেছে এবং কালিদাসকে আধু | নিক স্থির করিবার চেষ্টা পাওয়াতে অনেকেই আমাদিগের উপর বিরক্ত হই । বেন, কিন্তু আমরা বিচারমল্প হইয়া বিবাদ । করিবার জন্য সাহিত্য-রঙ্গ ভূমিতে দগুt- } য়মান হইতেছি না। আমরা যেখানে ষে । | প্রমাণ পাইলাম, তাছাই উদ্ধৃত করিয়া । | পাঠকবর্গকে উপন্থার দিতেছি, উহাৱা |