পাতা:বঙ্গবিজেতা.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S Sy - বঙ্গবিজেতা । বিম। ‘সরলা, তুমি আমার সকল কথা জান না, যদি জানিতে, তবে আমাকে তোম। অপেক্ষীও হতভাগিনী বোধ করিতে । এ ধন, মান আর আমাদের নহে ।” সর। “ কেন ?” বিম । “ আমি প্রাতঃকালেই বলিয়ছিলাম যে, পামর শকুনি আমার পিতার প্রাণসংহার করিয়৷ এই দুর্গ ও জমাদারী হস্তগত কবৃবার উদ্যোগ করিতেছে। অামার দিবারাত্রি পিতার চিন্তায় নিদ্রা হয় না । কিন্তু কেবল সেই দুঃখ নহে ।” সর । * আর কি ?” বিম। “ সরল, তোমার নিকট কিছু লুকাইব না। এই পামর আমাকে বিবাহ করিতে চাহে, তাহা হইলে পিতার মৃত্যুর পর অনায়াসে উত্তরাধিকারী হইতে পরিবে। সরল, আমার বলিতে লজ্জা করে, এই পামর নরাধম কয়েকদিন অবধি প্রত্যহই বিবাহের প্রস্তাব করিতেছে । আমি অস্বীকার করাতে বলপূৰ্ব্বক পাণিগ্রহণ করিতে চাহে। আজ তিন দিন হইল;"তামাকে বলপূৰ্ব্বক বিবাহ করিবার উদ্যোগ করিয়াছিল। আমি উপরিশপ্তর না দেখিয়া সময় চাহিলাম, অতি কষ্ট্রে তিন দিনের সময় পাইলাম। আজি রাত্রিশেষে সেই তিন দিন শেষ হইবে, কল্য প্রত্যুষে সেই নরঘাতক যমের সহিত সাক্ষাৎ করিতে হইবে। সরল, তাম। অপেক্ষা হতভাগিনী আর কে আছে ?” সরল বিস্মিত হইল, ক্ষণেক পরে জিজ্ঞাসা করিল, “ কাল পরিত্রাণ পাইবে কিরূপে ?” বিমলা অতি গম্ভীরস্বরে উত্তর করিলেন,— “ কল্য জগদীশ্বর আমাকে উদ্ধার করিবেন, তাহার কৃপায় কল্য পরিব্রাণের অব্যর্থ উপায় পাইয়াছি। কল্য দিন গত হইলে নিশিযোগে পিতার নিকট পলায়ন করিব, তাহারও উপায় স্থির হইয়াছে। তাহার পর স্ত্রীলোকের হস্তে পামরের পাপের প্রায়শ্চিত্ত হইবে, তাহারও উপায় পাইয়াছি। ভগবানূ, এই দুরূহ কাৰ্য্যে অবলার সহায় হও ।” সরল বিস্মিত হইয়া রহিল, বিমলা আপনার চিন্তায় অভিভূত হইয়৷ আপন আপনি বলিতে লাগিলেন, “ই,—মুঙ্গের বাইয়। পিতার পরিত্রাণ করিব,-হত্যার প্রতিহিংসা হইবে, পাপীর শাস্তি হইবে —তাহার পর পিতায় নিকট প্রার্থনা করিয়া এই দুর্গ মহাশ্বেতাকে পুনরায় দান করিব। আমি পিতার অন্তঃকরণ জানি, শকুনির পরামর্শ হইতে মুক্ত হইলে তিনি