পাতা:বঙ্গবিজেতা.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@盛园 বঙ্গবিজেতা । দেখিব, কে তোর সহায় হয়।” এই বলিয়া বলপুৰ্ব্বক তাহাকে কক্ষ হইতে বাহির করিবীয় উপক্রম করিল । ● বিমল উত্তর করিলেন,-- “ পামর, নরাধম ! এই বিপত্তিকালে ভগবান আমার সহায় হইবেন।”—এই বলিয়া শেষ উপায় অবলম্বন করিলেন, গত তিন দিন চিন্তা করিয়া যে উপায় উদ্ভাবন করিয়াছিলেন, তাহাই অবলম্বন করিলেন । বস্ত্রের ভিতর হইতে তীক্ষুধার ছুরিক বাহির করিলেন, নবজাত স্বৰ্য্যরশ্মিতে সে ছুরিক। বাকৃমক্‌ করিয়া উঠিল । ভীরু শকুনি বিস্থিত হইয়। আট হস্ত দুরে যাইয় দাড়াইল । বিমলা গম্ভীরস্বরে বলিতে লাগিলেক্স,— * আমি এই পণ করিলাম, যদি তুমি বা অন্ত কেহ আমাকে বলপূৰ্ব্বক বিবাহ দিবার চেষ্টা কর,—সেই মানসে যদি এই কক্ষেয় ভিতর প্রবেশ কয়, তাহ হইলে আমি আপন বক্ষঃস্থল এই ছুরিকা দ্বারা বিদীর্ণ করিয়া একেবারে সকল কষ্ট হইতে পরিত্রাণ পাইব । স্ত্রীলোক স্বভাবতঃ বলহীন, কিন্তু এ পণ হইতে আমাকে কে বিরত করিতে পারে দেখিব !" শকুমি ক্ষণেক চিত্তা করিতে লাগিলেন,—“ এ বাঘিনীর হস্ত হইতে ছুরিকা কাড়িয়া লওয়া সহজ ব্যাপার নহে। সেরূপ উদ্যোগ করিলে হঠাৎ হত্যাকাণ্ড হইতে পারে । থাক, অদ্য থাকৃ—নিদ্রাযোগে বিমলাকে বশ কর। অনায়াসে সিদ্ধ হইবে, তাহার পয় আর একদিনও শুভকার্ষ্যে বিলম্ব করিব না, তদ্য পরিত্রাণ পাইল, কল্য পরিত্রাণ পাইবে ন৷ ” এইরূপ চিত্ত করিতে করিতে শকুনি ধীরে ধীরে চলিয়া গেলেন । পঞ্চবিংশ পরিচ্ছেদ । سیاسی خواهیمی নিৰ্ব্বাসন । And shall my life in one sad tenonr run, And end in sorrow as it first begun. Горе. সকল স্থির হইল। বিমলাকে অদ্য না হয় কল্য বিবাহ করিবেন, কিন্তু মহাশ্বেতীয় মুখ কিরূপে রুদ্ধ করা যায় ? শকুনি তাহার উপায় উদ্ভাবন করিয়াছিল । সরলাকেও বিবাহ করিবে স্থির প্রতিজ্ঞ হইয়াছিল । তাহার