পাতা:বঙ্গবিজেতা.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গবিজেতা । بازیها: সে দর্শন দৃষ্টি করিয়া রাজা নয়নদ্বয় আবরণ করিয়া বেগে গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন, ইন্দ্রনাথ থড়োর উপর ভর দিয়া বালিকার ন্যায় অবারিত নয়নধারা বর্ষণ করিতে লাগিলেন । 獵 礫 獵 強 獵 聯 ইতিহাসে লিখিত আছে যে, বঙ্গদেশের জমাদারগণ রাজা টোডরমল্লের দলভুক্ত হইয়। বিদ্রোহীদিগকে খাদ্যদ্রব্য প্রেরণ বন্ধ করিলেন। তজ্জন্য ও অন্যান্য কারণবশতঃ বিদ্রোহী সৈন্য অবশেষে মুঙ্গের পরিত্যাগ করিয়া চারিদিকে পলায়ন করিল। বিদ্রোহী সেনাপতির মধ্যে আরববাহাদুর পাটনা হস্তগত করিবার মানসে সহসা তুর্থায় যাইয়। উপস্থিত হইলেন । কিন্তু তীক্ষ্ণবুদ্ধি রাজা টোডরমল্প তাহার অভিপ্রায় বুঝিতে পারিয়া সেই নগর রক্ষার্থ পূর্বেই তথার কতকগুলি সৈন্য প্রেরণ করিয়াছিলেন, সুতরাং আরববাহাদুর বিফলমানস হইলেন । মাসুমী কাবুলী নামক পাঠান বীর বিহারদেশ আক্রমণ করিলেন, কিন্তু টোডরমল্প স্বয়ং সাদীকখার সহিত যাইয় তাহাকে যুদ্ধে পরাস্ত করিলেন, মাসুমী মোগলের অধীনতা স্বীকার না করিয়া বরং উড়িষ্যা দেশের রাজার নিকট শরণাপন্ন হইলেন। রাজা টোডরমল্ল অল্প দিনের মধ্যে দিল্লীর সম্রাটকে লিখেলেন যে, সমগ্ৰ বিহার দেশ জয় হইয়াছে। ইন্দ্রনাথ এ সকল যুদ্ধে বর্তমান ছিলেন না। সরলার বিষয় যাহ। শুনিয়াছিলেন, তাহাতে র্তাহার বিলম্বের আর সময় ছিল না। যেদিন মুঙ্গেরের সম্মুখে শক্রয় শিবির ভঙ্গ হইল, সেই দিনই তিনি রাজা টোডরমল্লের নিকট বিদায় লইতে গেলেন । সে প্রার্থনা করতে রাজা কিঞ্চিৎ বিস্মিত হইলেন। বলিলেন,— -

  • সে কি ইন্দ্রনাথ ! কি হইয়াছে ?” ইন্দ্র। “ মহারাজ ! যুদ্ধকাৰ্য্য সমাধা করিয়া আমাদের পৈতৃক ভদ্রাসনে পদধূলি দিবেন, অঙ্গীকার করিয়াছিলেন।”

রাজ। “ যাহ অঙ্গীকার করিয়াছিলাম তাঁহা করিব, তাহার জন্য ব্যাকুল হইতেছ কেন ?” ইন্দ্র। “ মহারাজ, যদি আজ্ঞা করেন তবে আমি অগ্ৰে যাই।” রাজা । “ আমাদের এক্ষণও যুদ্ধ সমাধা হয় নাই, আমার ইচ্ছা ছিল তোমাকে আমার সঙ্গে লইর তোমার পিত্রালয়ে যাইব, কিন্তু যদি তোমার বিশেষ আবগুক থাকে, অগ্ৰে যাইতে পার ।” ইন্দ্র। “ মহারাজের নিকট আমার আর একটা ডিক্ষা আছে।”