পাতা:বঙ্গবিজেতা.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

越酸 বঙ্গবিজেতা । Af জলে ঢল ঢল করিতেছে ; অধরোষ্ঠ বিস্ফারিত ও কম্পিত, উন্নত বক্ষঃস্থল স্ফীত হইতেছে ; বস্ত্র অশ্রুজলে প্লাবিত হইয়াছে। বিমলার উন্নত আকৃতি বিষাদে অধিকতর উন্নত দৃষ্ট হইতেছে, উজ্জল মুখমণ্ডল উজ্জলতর রক্তবর্ণ ধারণ করিয়াছে। তিনি উচ্চৈঃস্বরে রোদন করিতেছেন না,— তাহার হৃদয়ের যে গম্ভীম বিশ্ব ভাব, তাহ বালিকার উচ্চ রোদনে প্রকাশ পায় না,—নিঃশব্দ, অলক্ষিত, অবারিত অশ্রুজলে কথঞ্চিৎ প্রকাশ পায়, কথঞ্চিৎ শাস্ত হয় । দেখিয়া শকুনি আপন চক্ষে দুই এক বিন্দু জল তানিয়া আপনিও বাহিরের ঘরের গবাক্ষপার্শ্বে দাড়াইল । দুঃখের সীমা নাই, অশ্রুবিন্দুতে বদনমওল ভাসিয়া যাইতেছে ৭ বিমলা চক্ষু উঠাইয়া দেখিলেন, শকুনি দাড়াইয়া রহিয়াছে। ক্রোধে, ঘৃণায় ক্রকুটী করিয়া গবাক্ষ হইতে প্রস্থান করিলেন । বিমলার মনোহরণ করিবার জন্ত শকুনির এই প্রথম উদ্যম-নিষ্ফল হইল। নবম পরিচ্ছেদ । - উপাসকে উপাসকে । Enamoured, yet not daring for deep awe To speak her love —and watched his mightly sleep, Sleepless herself, to gaze upon his lips -. Parted in slumber, whence the regular breath Of innocent dreams arose : then when red morn Made paler the pale moon, to her cold home Wildered and wan and panting, she returned. Shelly. চতুৰ্ব্বেষ্টত দুর্গ হইতে ৫৬ ক্রোশ দূরে ইচ্ছামতী-তীরে প্রসিদ্ধ মহেশ্বরমন্দির ছিল । সন্ধ্যার সময় বিমল শিবিক আরোহণ করিয়া চলিলেন । তাহার সঙ্গে দুই চারি জন প্রাচীন স্ত্রীলোক ও অনেক সংখ্যক্ দাসদাসী চলিল। বঙ্গদেশের দেওয়ানজীর একমাত্র দুহিতার যেরূপ সমারোহে যাওয়া উচিত, সেইরূপ সমারোহে বিমল মহেশ্বয়-মন্দিরে চলিলেন। তাহার • ইচ্ছা ছিল, নিভৃতে দুই একট প্রাচীন স্ত্রীলোকের সহিত যাইবেন, কিন্তু পিতায় আজ্ঞ অলঙ্ঘনীয়। মহেশ্বর-মন্দির অতি সমুদ্ধিশালী । অনেক দূরদেশ হইতে অনেক লোক-এই মন্দিরে দিন দিন সমাগত হইত। বৃদ্ধাগণ পুল্লকম্ভর কুশল কামনা করিয়া পূজা দিতে আসিতেন, যুবত্নীগণ গুঞ্জ