পাতা:বঙ্গবিজেতা.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খঙ্গবিজেতা । ويxه ** এই বলিয়। বিমল বেগে প্রস্থান করিলেন। সে সৌন্দৰ্য্য ইন্দ্রনাথের হৃদয়ে অনেক দিন আঙ্কিত রহিল । محبمنبعیی-سسعه একাদশ পরিচ্ছেদ । -می-تختصاس নাবিক । عندجومصعـ Iłow he heard the ancient helmsman Chant a song so wild and clear, That the sailing sea-bird slowly Poised upon the mast to hear Till his soul was full of longing, And he cried with impulse strong, “IHelmsman for the love of heaven, Teach me, too, that wondrous song !” 瞳 Longfellow. গঙ্গানদীর উপর মুঙ্গেরের ভীমকান্ত দুর্গ শোভা পাইতেছে । কল কল শব্দে গঙ্গার তরঙ্গমালা বহিয়া যাইতেছে, এক এক বার দুর্গের উপর বলে আঘাত করিতেছে,—আবার ফেনময় হইয়া দ্রুতবেগে বহিয়া যাইতেছে,— স্থানে স্থানে ভীষণ আবৰ্ত্ত দেখা যাইতেছে,—সেই আবৰ্ত্তে তৃণ কাষ্ঠাদি যাহা কিছু আসিতেছে, বেগে মগ্ন হইয়। যাইতেছে। কোথাও কোথাও পাড়ের মৃত্তিকারাশি ভীষণ শব্দে জলে পতিত হইতেছে,— বারিরাশি কিঞ্চিম্মাত্র কলুষিত ও চঞ্চল হইয়া পুনরায় মুহূৰ্ত্তমধ্যে আপন গম্ভীর রূপ ধারণ করিয়া বহিয়া যাইতেছে । স্থানে স্থানে শুভ্র বালুকণর চর দেখা যাইতেছে,—সেই চরে নানাপ্রকার পক্ষী বিচরণ করিতেছে,—কোথাও বা তরীবাসীগণ অবতরণ করিয়া সায়ংকালের ভোজ্য পাক করিতেছে ; সেই তরী হইতে অসংথ্য দ্বীপ তারকজ্যোতিরূপে বহির্গত হইয়া গঙ্গার প্রশস্থ বক্ষে ঝকমক্‌ করিতেছে। আকাশেও ক্রমে ক্রমে জুই একটা তারা দেখা যাইতেছে,—গঙ্গাতীরে দুই এক জন উচ্চৈঃস্বরে গান . করিতেছে,~~নগর ক্রমে নিস্তব্ধ হইয়া আসিতেছে । সেই গঙ্গাতীরে একজন যুবাপুরুষ একাকী ভ্রমণ করিতেছেন। তিনি আমাদের পুর্বপরিচিত ইন্দ্রনাথ । ইন্দ্রনাথ অদ্যই মুঙ্গেরে পহুছিয়াছেন,—নিবিড় চিন্তায় মগ্ন হইয়া ইতস্ততঃ ভ্রমণ করিতেছেন। তাহার চিন্তা কি, পাঠক মহাশয় অনায়াসেই অনুভব করিতে পারিবেন ।