পাতা:বঙ্গবিজেতা.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

koo বঙ্গবিজেতা । তারসন খা পুনরায় বলিলেন, “মহারাজ ! দেখুন আমার কথা সত্য কি না, আপন কার্য্যের কারণ দর্শাইতে অস্বীকৃত হইতেছে।” ইন্দ্রনাথের উত্তরে রাজা টোডরমল্লের অন্যরূপ বিশ্বাস হইল । তিনি ভাবিলেন গুপ্তচরের কথায় বা আপন কাৰ্য্যের কারণ দর্শাইতে কখন ক্রটী হয় না । পুনরায় জিজ্ঞাসা করিলেন । “ শক্রর আমাদের সৈন্যমধ্যে বিদ্রোহ উত্থাপন করিবার জন্য অনেক চর প্রেরণ করিতেছে। তুমি তাহাদিগের একজন নহ, আমি কিরূপে জানিব ?” ইন্দ্র। “ভদ্র ব্রাহ্মণপুত্রের সত্য কথার উপয় বোধ হর আপনি নির্ভর করিতে পারেন।” টোড় । “ অনেক সময় অভদ্র লোকও ভদ্রলোকের বেশ ধারণ করে ; অনেক সময় ভদ্রবংশীয় লোকও কপটাচারী হয় ।” ইন্দ্র । “আমি অনেক পাপ করিয়াছি, কপটাচরণ কখন করি নাই, আমাদের বংশে সে দোষ নাই ।” ক্রোধে ইন্দ্রনাথের স্বর বদ্ধ হইল। সাদীক খা বলিলেন, “মহারাজ ! এ লোক যদি বিশ্বাসঘাতক হয়, তাহা হইলে আমি দায়ী হইব, আর কি বলিব । আমাদিগের শিবিরে মামুনী ফরস্তুর্দীর ন্যায় লোক আছে,—আর আপনি ইহাকে লইতে সন্দেহ করিতেছেন ?” রাজা ওষ্ঠের উপর একট অঙ্গুলি স্থাপন করিয়া সাদীকখার উপর তিরস্কারভৃষ্টি করিলেন । সাদীক খ লজ্জিত হইলেন। রাজা পুনরায় ইন্দ্রনাথকে বলিলেন “যুবক ! তোমার কথা উদারচেতা বীরপুরুষের ন্যায়, কিন্তু অনেক সময় গভীয় খলত বাহ্যিক ঔদাস্য অবলম্বন করে।” ইন্দ্রনাথের মুখ ক্ৰোধে রড্রিম ধারণ করিল, চক্ষু জলে পরিপূর্ণ হইল। তিনি ধীরে ধীরে বলিলেন, “ যদি আপনার নিকট কপটাচরণ করিবার জন্য আসিয়াছি বিশ্বাস হয়, তবে বিদায় দিন, আশীৰ্ব্বাদ করিয়া চলিয়া যাই ।” টোড় । “ যাও।” ইন্দ্রনাথ প্রস্থান করিলেন । টোডরমল্ল অবিলম্বে তাহাকে পুনরায় ডাকাইয়া সম্মানপুরঃসর অশ্বারোহীর পদে নিযুক্ত করিলেন। &