পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । సి శ్రీ কবিবর মীযুক্ত বাৰু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ও মাইকেল মধুসূদন দত্ত বহুদিন হইল কবিযশো-মুকুট শিরে ৮tয়ণ করিয়াছেন । ই হারণ উভয়েই নিরর্থক শব্দলঙ্কার দ্বারা আপনাদিগের কাব্য পরিপূর্ণ করেন নাই। ভাবশক্তিতে মেঘনাদ ও পদ্মিনীর উপাখ্যান শ্রেষ্ঠ । স্ত্রীযুক্ত বাবু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পদ্মিনীর উপাখ্যান, কৰ্ম্মদেবী ও শূরসুন্দরীর রচয়িতা। প্রথমোক্ত গ্রন্থদ্বয়ের নিমিত্ত তিনি বিশেষ বিখ্যাত হইয়াছেন । भांनTदङ्ग भाझेटकल भशूरमन प्रख भzशमझ बन्नडांमtत অমিত্ৰাক্ষর ছন্দের “আদি পিতা’ বলিয়া বিখ্যাত । ইনি ক্রমান্বয়ে শৰ্মিষ্ঠা, পদ্মাবতী, তিলোত্তমাসম্ভব কাব্য, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোয়ণ, মেঘনাদ বধ কাব্য, ব্রজtঙ্গন কাৰ্য, কৃষ্ণকুমারী নাটক, বীরাঙ্গন কাব্য, চতুর্দশ পদী কবিতাবলী নামক ১০খানি পুস্তক লিখিয়াছেন। শেষোক্ত গ্রন্থখানি ফন্সরাজ্যের অন্তঃপাতী ভার্সেলিস নগর হইতে কলিকাতায় মুদ্রাঙ্কনার্থ প্রেরিত হয়। কবির ইটালিক उॉम छङ्के८ङ श्रांम*f ढाझेश नश्रजांझांझ कङ्कर्म* ०rत्री কবিতার স্বষ্টি করিয়াছেন । এতদ্ভিন্ন আরও কয়েক প্রকার স্থতন ছন্দঃ তৎকর্তৃক প্রচারিত হইয়াছে। ত্রযুক্ত বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একপ্রকার নুতন রচনা প্রণালী প্রকাশ করিয়া বঙ্গভাষার একটা অভাব মোচন করিয়াছেন। সর ওয়ান্টার স্কট প্রভৃতি