পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গেল্প জাতীক্স ইতিহাস { ১৫শ অধ্যায় । تیر tته নিতান্তপক্ষে রায় বাহাদুর বলিয়া অভিবাদন করিবার অবসর পাইত। একটু পদানত হইলে, একটু ক্ষমাভিক্ষা করিলে, একটু অদীনতা স্বীকার করিলে হাস্যময়ী পুরী এমন শ্মশানভূমিতে পরিণত হইত না। যিনি স্বহস্তে বিস্তৃত রাজ্য গঠন করিয়া বাহুবলে সেই রাজ্য শাসন করিতেন, তিনি যে এতটুকু বুঝিতেন না, তাহ কে বিশ্বাস করিবে ? তথাপি এতটুকু করিতেও সীতারাম সম্মত হইলেন না কেন ? এই জল্পই মনে হয় যে আত্মবংশ বা আত্মপরিবারকে ধনগৌরবে গৌরবান্বিত করিবার জন্ত সীতারাম ব্যাকুল হন নাই । বাহুবলে স্বাধীন রাজ্য গঠন করিবার জন্যই অগ্রসর হইয়াছিলেন এই অনুমান নিতান্ত কাল্পনিক নহে, সীতারামের ইতিহাস পড়িতে বসিলে, ইহা ভিন্ন অঙ্ক কোন অনুমান সম্ভব বলিয়া স্বীকার কম যায় না ।"(৪) সীতারামের উথান ও পতনের ইতিহাস পাঠ করিলে মনে হইবে মং প্রাণ সীতারামের সাধু সঙ্কল্প বুঝিবার ও তদনুসারে কার্য্য করিবার উপযুও লোকাভাধ ছিল,—সীতারাম জাগিয়াছিলেন, কিন্তু হিন্দু জমিদারগণের মোহনিদ্র কাটে নাই। শতাধিক বর্ষ মোগল-শাসনে তাহদের চিত্তবৃত্তি বিকৃত হইয়াছিল, উখানের আশা-স্বাধীনতার জ্যোতিঃ তাহদের হৃদয়মন্দিরে প্রবেশ করিবার সুবিধা পায় নাই । বলিতে কি সীতারামের সহিতই বঙ্গের হিন্দু জাতির স্বাধীন হইবার শেষ আশা বিলুপ্ত হইল । সীতারামের জীবনলীলা শেষ হইবার পর তাছার বংশধরেরা অনেক দিন জীবিত ছিলেন। প্রথমে নলডাঙ্গার রাজবংশীয়েরা কিছু কিছু সাহায্য করিতেন । দেওয়ান গঙ্গাগোবিন্দ নলদী পরগণা খরিদ করিবার পর যখন সীতারানের বংশধরগণের দুর্গতির সংবাদ পাইলেন, তাহাদিগকে বাধিক ২২০০ টাক। বৃত্তি দিবার ব্যবস্থা করেন। কেহ কেহ বলেন, সীতারামের বংশধরগণ মহম্মদপুরে কিছু দিন নজরবন্দী অবস্থায় ছিলেন। সীতারামের সাবালক পুত্ৰগণের মধ্যে গু,মসুন্দর ও সুরনারায়ণ পলায়ন করেন নাই। বামদেব ও জয়দেৰ দুই জনেই নাবালক ও পলায়নকারীদি ের মধ্যে ছিলেন এবং নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন। শু্যামমুনারের পৌত্র নিমাই রায়ের কোন পুত্র সন্তান হয় নাই। রাণী ভবানী সুরনারায়ণের পুত্র প্রেমনারায়ণকে কিছু ভূসম্পত্তি দিয়াছিলেন। প্রেমনারায়ণের পুত্র রাধাকান্ত, তৎপুত্র নবকুমার কান্দি রাজসরকার হইতে প্রথমে ৬• ২ টাকা এবং বুদ্ধাবস্থায় ৩৬০ বুত্তি পাইতেন। তাছার পুত্র সন্তান হয় নাই। র্তাহার সহিত সীতারামের বংশ লোপ ঘটে। নবকুমারের ভগিনী বংশ এবং সীতারামের সঙ্গোদর লক্ষ্মীনারায়ণের বংশ বিদ্যমান। পূৰ্ব্বাধ্যায়ে সীতারামের জ্ঞাতিগোষ্ঠীর বংশলতা দেওয়া হইয়াছে। নিম্নে সীতারামের বংশ ও বংশধরের দৌহিত্র-বংশের বংশলতা দেওয়া হইল – S0S ZBB BBBB BBB SS00 ggS gggLKDS BA K