পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S$9 বঙ্গের জাতীক্স ইতিহাস { ১৬শ অধ্যায় ! সকলকেই এই ভাণ্ডারের আশ্রয় গ্রহণ করিতে দেখা যায়। এ বিষয়ে হিন্দু, মুসলমান বা খৃষ্টানাদি ধৰ্ম্মভেদ নাই। প্রসাদ পাইতে কাহারই আপত্তি নাই । দেবসেবার নিত্য ভোগের জন্ত দিনে অল্পের অৰ্দ্ধমণ এবং পায়সের আড়াইসের অতিপ চাউলের এবং তদস্থাপযোগী ডাল তরকারী ইত্যাদির বন্দোবস্ত রহিয়াছে। রাত্রিকালে ফল মূল দুগ্ধ ও মিষ্টারের ব্যবস্থা আছে। বিশেষ বিশেষ উপলক্ষে রাত্রিকালে লুচি, পায়স ও পিষ্টকাদি এবং দিনে অন্নাদির পরিমাণ বৃদ্ধি হইয়া থাকে । দিনে সমস্ত প্রসাদ অতিথিদিগকে দিয়া সেবাইৎদিগের জন্ত একজনের উপযুক্ত প্রসাদ রাখা হয় । তাহাদিগের জন্ত অন্দরে পৃথকৃ রন্ধনের ব্যবস্থা রহিয়াছে । অতিথির সংখ্যা অধিক হইলে অন্দর হইতে অন্ন আশিয়া র্তাহাদিগকে দিতে হয় অথবা সিধা দিতে হয় । চাযের ধান্ত হইতে অন্ন এবং সিংহদ্বারের সম্মুখস্থ হাট হইতে তরকারীর ব্যবস্থ হয়। কে কোথা হইতে দুগ্ধ আনে তাহু!র ইয়ন্ত নাই। সুতরাং দেবসেবার কোনও অসুবিধা নাই। উপরন্তু নিত্য অবিস্ত্যকীয় দুগ্ধ, ছাল, মাখন ইত্যাদি যোগাইবার জন্ত গোয়ালার নিষ্কর জমি, নিত্য ভোগ রন্ধনের মৃৎপাত্র জন্ত কুস্তকারের জমি, চারি জন পূজারী ব্রাহ্মণের জমি, নিত্য সঙ্কীৰ্ত্তন জন্ত আট জন কীৰ্ত্তনীয়ার জমি, দুই জন পরিচারকের জমি, বাসন মজিবার জন্য দুইজন ভৃত্যের জমি ইত্যাদি জমির বন্দোবস্ত থাকয় দেবদেবার কার্য্য সুচারুরূপে পরিচালিত হইতেছে। দ্রব্যাদির মূল্যের হ্রাসবৃদ্ধি জন্ত বিশেষ চিস্তার কারণ ३भ्रे न! ! রাধাবল্লভপ্রিয়ার দুই পুত্র গোবিন্দ বল্লভ এবং কৃষ্ণবল্লভ বিশেষ উৎসাহী এবং সামাজিক লোক ছিলেন। র্তাহার উভয়েই ফতেসিংহ সমাজে বিবাহ করিয়াছিলেন। গোবিন্দবল্লভ তিনটী নাবালক পুত্র রাখিয়া সন ১৬১৫ সালে পরলোকগমন করেন। কৃষ্ণল্লভ ভ্রাতুপুত্র গুলিকে পুত্রস্নেহে প্রতিপালন ও শিক্ষাদান করিয়াছিলেন। তিনি তিনটা ভ্রাতু-পুত্র এবং চারিটি ভ্রাতৃকন্যার বিবাহ সমাজের প্রধান প্রধান ঘরে দিয়াছিলেন। র্তাহারও ২ট কম্ভার বিবাহ ভাল ঘরেই দিয়াছেন । একটী পুত্র এবং দুইটী বিবাহিত ও একটী অবিবাঙ্কিত কন্তু রাখিয়া সন ১৩৩৪ সালের কীৰ্ত্তিক মাসে কৃষ্ণবল্লভপ্রিয় পরলোক গমন করিয়াছেন । গোবিন্দবল্লভের জ্যেষ্ঠ পুত্র গোপেন্দ্রবল্লভ উচ্চশিক্ষিত এবং বি, এল, পর্য্যন্ত অধ্যয়ন করিয়াছেন । মধ্যম রেবতীবল্লভ বিষয়কাৰ্য্য দেখা শুনা ও সাধারণ হিতকর কার্য্য লইয়া থাকেন । কনিষ্ঠ ব্রজবল্লভ জ্যেষ্ঠদিগের নির্দেশানুরূপ • সার্য্য পরিদর্শন করেন । কৃষ্ণবল্লভের পুত্র রামকৃষ্ণ অল্প বয়স্ক । তিনি স্কুলে অধ্যয়ন করিতেছেন । বাদশাহ হােসেন সাহের আদেশে নিৰ্ম্মিত মন্দিরটর কারুকার্য্য বিশেষ উল্লেখযোগ্য ছিল। মন্দিরপ্রাঙ্গণ হইতে চুড়ার অগ্রভাগ ৬২৬১ হাত উচ্চ ছিল। নাটমন্দির ও সিংহদ্বারে বছ দেবদেবীর মূৰ্ত্তি খোদিত ইষ্টক ছিল। সন ১০০৪ সালে ভীষণ ভূমিকম্পে সমস্তই ভূমিসাৎ হইয়াছে। কিছু কিছু চিহ্নমাত্র অবশিষ্ট রহিয়াছে। এক্ষণে মাটার দেওয়ালের উপর টিনের আচ্ছাদন দেওয়া একটা গৃহে দেবসেবা পরিচালিত হইতেছে।