পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশুপ গোত্র দত্তবংশ । ] উত্তরপ্লtভূীক্স কাজস্থ-কাণ্ড ఫిలి ছিলেন। নিজ কুলগৌরব বৰ্দ্ধনাশায় তিনিপাচথ পীর রাজা নরপতি ঘোষের পৌত্র কুলীনপ্রবর রঘুপতি মল্লিককে কম্ভ সম্প্রদান করিয়াছিলেন। মুসলমান ইতিহাস রিয়াজ, গ্রন্থে লিখিত আছে, তাহার অসাধারণ প্রভাব খৰ্ব্ব করিবার জন্ত মুসলমানের ঈর্ষাপরবশ হইয়। পীর নূর-কুতব-আলমের আশ্রয় গ্রহণ করেন। পীর সাহেবের আহবানে জোনপুরের মুসলমান নৃপতি সুলতান ইব্রাহিম শাহ সসৈন্তে আসিয়া গৌড় আক্রমণ করেন। বলিতে কি, এ সময়ে সকল স্থানের মুসলমানই রাজা গণেশের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়াছিলেন। জয়লাভের সম্ভাবনা অল্প ভাবিয়। রাজা গণেশ প্রিয়পুত্ৰ যদুকে সিংহাসনে অভিষিক্ত করিয়া সরিয়া দাড়ান। পীর সাহেব নুরুকুতব আলমের পরামর্শে যদু মুসলমান ধৰ্ম্মে দীক্ষিত হন। পরে পীর সাহেব গিয়া জৌনপুরের সুলতানকে বুঝাইয় দেন, স্বধৰ্ম্মীর সঙ্গে যুদ্ধ করা উচিত নহে । পীর সাহেবের আদেশে জৌনপুর-নৃপতি সসৈন্তে ফিরিয়া যান । গৌড়রাজ্য নিরাপদ হইলে রাজা গণেশ প্রিয় পুত্র যদুনাথকে আবার হিন্দুধৰ্ম্মে দীক্ষিত করিয়া নিজে রাজ্যভার গ্রহণ করেন । গণেশপুত্র যত্ন ইসলামধৰ্ম্ম গ্রন্থণ করিয়াছিলেন । তাবার তাহাকে হিন্দুধৰ্ম্মে গ্রহণ করায় ব্রাহ্মণ-সমাজে বেশ চাঞ্চল্য হইয়াছিল, তাহাতে সন্দেহ নাই । তবে আপৎকালে কেহ যদি ধৰ্ম্মান্তর গ্রহণ করে, ইচ্ছা করিলে পুনরায় লে নিজ ধৰ্ম্মে আসিতে পারে, এ বিশ্বাস রাজ গণেশের ছিল । উদয়নাচাৰ্য্য, কুল্লকভট্ট প্রভৃতি র্তাহার সভাপণ্ডিতগণ এ বিষয়ে অনুমোদন করিয়া থাকিবেন, সন্দেহ নাই। হিন্দুরাজ্যপ্রতিষ্ঠার সহিত ইসলামধৰ্ম্মে দীক্ষিত ভূতপূৰ্ব্ব হিন্দুসস্তানদিগকে আবার হিন্দু করিতে পারিলে হিন্দুসমাজের শক্তিবৃদ্ধি এবং হিন্দু স্বরাজ্য স্থাপনের সুবিধা হইবে, তাহ মহামতি রাজা গণেশ বিলক্ষণ বুঝিয়াছিলেন । ৮১৯ হিজরী বা ১৪১৬ খৃষ্টাব্দে যদুকে পুনরায় হিন্দুধৰ্ম্মে গ্রহণ এবং রাজা গণেশের পুনরায় সিংহাসন গ্রহণের কথা লিখিত আছে। কিন্তু প্রকৃত প্রস্তাবে রাজা গণেশ নিজ নামে মুদ্রণ চালাইয়া ছিলেন কি না তাহার কোন আভাস পাওয়া যায় না | বর্তমান ঐতিহাসিকগণ৮২১ হিজরা বা ১৪১৮ খৃষ্টাব্দে রাজা গণেশের দেহাবসানের কথা লিপিবদ্ধ করিয়াছেন। কিন্তু তাহার অভু্য দয় ও র্তাহার দেহবসান-কাল মধ্যে প্রচারিত তাহার স্বনামাঙ্কিত কোন মুদ্র এ পর্য্যস্ত আবিষ্কৃত হয় নাই । ১৩৩৯ শকের ( বা ১৪১৭ খৃষ্টাব্দের ) শ্ৰীদনুজমর্দনদেবের মুদ্র আবিষ্কৃত হইয়াছে। তাহার মুদ্রায় পাগুনগর, বর্ণগ্রাম, ও চাটিগ্রামের নাম আছে । এই সকল মুদ্র হইতে সহজেই মনে হইবে, বর্তমান মালদহ জেলার পাওয়া হইতে সুদূর চাটগ পর্যন্ত অর্থাৎ সমগ্র বাঙ্গলায় উক্ত ১৩৩৯ শকে রাজা দনুজমর্দনের নামে" আধিপত্য বিস্তৃত হইয়াছিল। এই সময়ে রাজা গণেশের বিদ্যমানত স্বীকার করিয়া কোন কোন ঐতিহাসিক শ্ৰীদক্ষুজমর্দন ও রাজ গণেশকে অভিন্ন ব্যক্তি এবং রাজা গণেশেরই উপাধি

  • উত্তরাষ্ট্ৰীয় ক্ষয়িত্ব কাণ্ড-২য় খণ্ড, পূঃ দ্রষ্টব্য ।