পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిg লঙ্গেন্ন জাতীয় ইতিহাস [ ১ম অধ্যায়। অপর ২ট কন্যার বংশ নাই। কনিষ্ঠ। কস্তার বিবাহ জামুয়ী রঘুনাথপুরে শ্ৰীমুখ বংশে শিবনারায়ণ সিংহের সহিত হয়। এই শিবনারায়ণ কিছু ভূমি সম্পত্তি পাইয়া বোনত গ্রামে বাস করেন। তাহার পুত্র সভাচন্দ্র সিংহ ভাগলপুরের মহাশয় লোকনাথ ঘোষের কন্যাকে বিবাহ করেন। বেণীচাঁদের কনিষ্ঠ পুত্র গুমৰ্চাদের প্রপৌত্র জ্যোতিষচন্দ্র ও জ্ঞানেন্দ্র এক্ষণে রতনপুর গ্রামে বাস করিতেছেন। চৌধুরী বংশে আর কোনও ধারা নাই। এই চৌধুরীবংশের প্রতিপত্তি স্থানীয় সকল জাতির উপরেই ছিল। রাজ রামরায়ের শেষ অবস্থায় ভদ্রপুরের মহারাজ নন্দকুমার যখন লক্ষ ব্রাহ্মণ ভোজন করাইয়াছিলেন, তৎকালে একদিন বেলুন ও নিঙ্গাগ্রামের ব্রাহ্মণদিগকে নিমন্ত্রণ করিতে পাঠাইয়াছিলেন। কৌলীন্ত মৰ্য্যাদায় নন্দকুমার তাছাদিগের সমকক্ষ ছিলেন না বলিয়। তাহার নিমন্ত্রণ গ্রহণ করিতে ইচ্ছুক ছিলেন না । রাজ রামরায়ের নিকট হইতে অনুমতি লইয়। নিমন্ত্রণ করিলে তাহারা যাইতে পারেন বলিয়া পঠাইলেন । নন্দকুমার ইহাতে অবমানিত বোধ করিলেন, আর র্তাহাদিগকে নিমন্ত্রণ করিলেন না । নির্দিষ্ট দিবসে তাহার রামরায়ের বাড়ীতেই নিমন্ত্রণ গ্রহণ করিলেন । তদবধি বেলুন ও নিঙ্গ গ্রামের ব্রাহ্মণগণ উত্তররাঢ়ে বিশেষ মৰ্য্যাদাবান রহিয়াছেন। কুড়ি (ময়র), মুবর্ণবণিক ও জুগী জাতির বড় সামাজিক কাজ হইলে রাজবাড়ীর অনুমতি লইতে হইত। কুড়ি জাতির চারিট শ্রেণীর মধ্যে একটা শ্রেণী চৌধুরীর থাক নামে খ্যাত রছিয়াছে । তাহদের মধ্যে বড় কাজ হইলে গয়তার মধ্যে বৰ্ত্তনতলা নামে একটা অশ্বথমূলে বসিয়া রাজবাড়ীতে বরণবস্ত্রাদি দিয়া অনুমতি লইয়। নিমন্ত্রণের সুপারি বিলি হইয়া থাকে। বহুদূর হইতে কুড়িগণ এখনও মুপারি বিলি করিবার জন্য এই বৰ্ত্তনতলায়’ আসিয় থাকে। রাজ। রামরায়ের বংশ সুন্দররাম রায় চৌধুরী, স্থত রঘুনাথ রায় চৌধুরী f | | রাজা ༧༢།༢ais চৌধুরী ভবানীরায় চৌধুরী | | - রাজচন্দ্র রায় চৌধুরী ཨlaལ་ལྟ་ལྟ་ রায়চৌধুরী উদয়চন্দ্র রায় চৌধুরী | - } কন্ত বিবুহি জেমো রঘুনাথপুর ফতেচাদ বুলচাদ মুলোবাড়ীর মধুসিংহ বংশে t | | কৃষ্ণচন্দ্র সিংহে T-T পুত্র ( উত্তররাঢ়ীয় কায়স্তকাণ্ডের বেণীর্চাদ পুত্র i ১ম খণ্ডের ১৯৩ পৃষ্ঠা দ্রষ্টব্য ) وسا | ভোল্লানাথ ---" नेत्रत्र রূপচাদ শুমৰ্চাদ | 蝉。 . . সিদ্ধেশ্বর H ; | , হরমুন্দর বিশ্বেশ্বর পরেশনাথ –া i i সারদা বরদ MeTzSAS ATAGGS হরিশ্চন্দ্র i রামনারায়ণ রামলাল |- . | | f : জ্যোতিষচন্দ্র জ্ঞানেক্স , চন্দ্রশেখর রাখাল বনমালী