পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বামিত্ৰগোত্র মিত্রবংশ। ] উত্তররাষ্ট্ৰীশ্ন কাক্সস্থ-কাণ্ড 80 বঙ্গাধিকারিগণের বিবরণ ( খাজুরডিহির মিত্রবংশ ) স্বদর্শন মিত্রবংশে পুরুষোত্তম মিত্রের চারি পুত্র মধ্যে নরসিংহ মিত্র কুড়মগ্রামে বাস করেন। নরসিংহের পুত্ৰগণ মধ্যে শিবরাম ও মহাদেব খাজুরডিহি গ্রামে ও মহেশ্বর মিত্র ছখা গ্রামে বাস করিয়াছিলেন। শিবরামের বংশলতা পূৰ্ব্বেই দেওয়া হইয়াছে। মহাদেব মিত্রবংশে অমোঘ মিত্রের চারিপুত্র ভগবান, বঙ্গবিনোদ, গঙ্গানারায়ণ ও রঘুনাথ। মুর্শিদাবাদের ইতিহাস-লে ক স্বৰ্গীয় কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় ও ঐযুক্ত নিখিলনাথ রায় ভগবান রায়কেই বঙ্গের প্রথম কামুনগোই বলিয়া উল্লেখ করিয়াছেন। ডাহীপাড়ার বঙ্গাধিকারী বংশীয় কুমার প্রতাপনারায়ণ রায় মহাশয়ের প্রদত্ত বিবরণী হইতে জানা যায়, ভগবান প্রথমতঃ নদীয়ার রাজধানীতে নায়েবের পদে কৰ্ম্ম করিতেন। বঙ্গবিনোদই প্রথম কানুনগো হইয়াছিলেন এবং পরে স্বীয় জ্যেষ্ঠ ভ্রাতাকে কানুনগোই পদে তাঁহার সহায়তা করিবার জন্ত আহবান করেন। বঙ্গবিনোদের এই কানুনগোই পদপ্রাপ্তি সম্বন্ধে কুমার প্রতাপনারায়ণ একটা BBBBS BBBBBBS BBBBB BBB BB BBB BBB BBB BBBBB BD S জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান রায় তাহার অভিভাবক ছিলেন। বাল্যকালে বঙ্গবিনোদ অত্যন্ত চঞ্চল, সাহসী ও দুৰ্দ্দস্তি ছিলেন। বিদ্যাশিক্ষায় অমনোযোগ জন্য ভগবান একদিন বঙ্গবিনোদকে বিশেষরূপ তিরস্কার করিলেন। বঙ্গবিনোদ এইরূপে তিরস্কৃত হইয়। রজনীযোগে গৃহ হইতে বাহির হইয়া পড়িলেন। গঙ্গাতীরে একজন সন্ন্যাসীর সহিত তাহার দেখা হয়। সন্ন্যাসী র্তাহীকে জালামুখী তীর্থে লইয়া যান ও তথায় গিয় তাহাকে দীক্ষা প্রদান করেন। গুরুর উপদেশ অনুসারে সাধনা করিতে করিতে একদিন দেবীর স্বপ্নাদেশ হইল, “তুমি সংসারমুখলিঙ্গায় গৃহত্যাগ করিয়াছ, এজন্ত প্রথমে ঐশ্বৰ্য্য ভোগ করিয়া পরে মুক্তিলাভ করবে।’ বঙ্গবিনোদ দেবীর নির্দেশানুসারে দিল্লী গিয়া বাদশাহের সাক্ষাৎকার লাভ করেন ও অলৌকিক উপায়ে মোহর জোগাড় করিযু বাদশাহকে তাহা নজর দিয়া বাঙ্গাল, বেহার ও উড়িষ্যার প্রধান কানুনগোইর পদ প্রাপ্ত হন। এইরূপ পদপ্রাপ্তির পর তিনি জালামুখীতে স্বীয় গুরুর সহিত সাক্ষাৎ করিলেন। গুরু তাহাকে একটা পাষাণময়ী দেবীমূৰ্ত্তি প্রদান করিলেন ও স্বীয় বাসস্থানের নিকট উক্ত মূৰ্ত্তিটি প্রতিষ্ঠিত করিয়া অৰ্চনা করিতে আদেশ দিলেন। বঙ্গবিনোদ উক্ত দেবীমূৰ্ত্তি সহ জেলা মালদহের অন্তঃপাতী থান, শিবগঞ্জের নিকটবর্তী পুখুরিয়া গ্রামে আসিয়া বাসভবন নিৰ্ম্মাণ করিলেন এবং দেবীমূৰ্ত্তি প্রতিষ্ঠিত করিয়া কালীসাগর নামে এক সরোবর খনন করাইলেন। পরে তথায় সিদ্ধেশ্বরী দেবীর প্রতিষ্ঠা করিয়া বাধিক পsি sাজার টাকা আয়ের একটি সম্পত্তি ও উক্ত দেবীমূর্তি জনৈক ব্ৰাহ্মণকে প্রদান করেন। সম্প্রতি সবাইৎগণ উক্ত সিদ্ধেশ্বরী দেবী বিগ্রন্থটিকে উহাদের কাশীৰামের বাড়ীতে লইয়া গিয়াছেন।