পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBB BB BBBBB S S BBBBBBB BBBBBSBBB bPG ছিলেন। উত্তররাঢ়ীয় কুলগ্রন্থে দিনাজপুর ও ঘোড়াঘাট অঞ্চল অশ্বঘাট নামে পরিচিত হইয়াছে। শিবদত্তের পুত্র হইতেছেন মহাবীর গণেশ দ খান। প্রাচীন বৈষ্ণবগ্রন্থে ইনি ‘রাজ গণেশ নামে পরিচিত হইয়াছেন । এক্ষণে কুলকারিকার প্রমাণে বুঝিতেছি, রাজ গণেশের বুদ্ধপ্রপিতামহ"রবিদত্ত খানের সময় হইতেই তাহার সৌভাগ্যোদয়ের সহিত ভাতুরিয়া বা বৰ্ত্তমান বরেন্দ্রভূমির প্রধান স্থানগুলি ক্রমে ক্রমে তাহার অধিকারভুক্ত ছয় । তিনি ভাতুরিয়ার জমিদার বলিয়া গণ্য হইয়াছিলেন । পুরুষপরম্পরায় শক্তিসামর্থ্য ও সম্পত্তি বৃদ্ধির সহিত তিনি রাজদরবারে ও সমাজে রাজতুল্য সম্মানিত হইয়াছিলেন। রবিদণ্ডের জ্যেষ্ঠ পুত্র বিভাকর দত্ত খান পৈতৃক অধিকারে অর্থাৎ ভাতুরিয়া জনপদে বাদশাহের প্রধান সমস্ত বা সেনাপতিরূপে অধিষ্ঠিত ছিলেন। র্তাহারই অনুজ প্রভাকর দত্তখান । ১৩৫২ খৃষ্টাব্দে সুলতান ইলিয়াস শাহ দিল্লীশ্বর ফিরোজশাহের প্রাধান্ত অমান্ত করিয়া সর্ববঙ্গের একচ্ছত্র স্বাধীন নৃপতি বলিয়া ঘোষণা করেন } সম্ভবতঃ এই সময়ে প্রভাকর দন্তুর্থ। তৎকর্তৃক উত্তরবঙ্গে প্রেরিত হইয়াছিলেন। কুলগ্রন্থে তিনি গৌড়ের বাদশাহের দক্ষিণহস্ত এবং অসি ও মসি উভয় কাৰ্য্যে অগ্রগণ্য বলিয়। কথিত হইয়াছেন ; তৎকর্তৃক উত্তরবঙ্গে বহু ভূমিলাভের কথারও উল্লেখ করা হইয়াছে। সম্ভবতঃ প্রভাকর দত্তখান হইতেই দিনাজপুর অঞ্চলে হিন্দুরাজ্য প্রতিষ্ঠার স্বচনা হয়। তৎপুত্র সোমদত্ত অদ্ভুত তেজস্বী বলিয়া কুলগ্রন্থে উক্ত হইয়াছেন। পিতার দ্যায় সোমদ ও নিজ তেজোবীৰ্য্যপ্রভাবে উত্তর-বরেন্দ্রভূমে স্বীয় বিষয়বৈভব ও প্রভুত্ব অক্ষুন্ন রাখিতে সমর্থ হইয়াছিলেন । সোমদত্তের পুত্র শিবদৰ্ভখান পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার লাভ করিয়া অশ্বঘাটে রাজধানী স্থাপন করিয়াছিলেন। শিবদত্ত খানের সময়ে গৌড়ের সিংহাসন লইয়া বহু যুদ্ধবিগ্রহ চলিয়াছিল । তৎপূৰ্ব্বে ইলিয়াসশাহ সাম্মদীন নাম গ্রহণপূর্বক সমস্ত বঙ্গে আধিপত্য বিস্তার করিয়াছিলেন। ত্রিপুরারাজ পর্যন্ত র্তাহার নিকট পরাজিত হইয়া রাজকর দিতে বাধ্য হইয়াছিলেন। তিনি দত্তখানের উপর গৌড়ের শাসনভার অর্পণ করিয়া পশ্চিমে বারাণসী পৰ্য্যন্ত রাজ্যবিস্তার করিতে অগ্রসর হইয়াছিলেন। তাহাতে দিল্লীশ্বর ৩য় ফিরোজশাহ ক্রদ্ধ হইয়। তাহার বিরুদ্ধে যুদ্ধযাত্র করেন। সেই যুদ্ধে ইলিয়াসের পুত্র বন্দী হন, সম্রাট পাওয়া অধিকার করেন। এই সময়ে সাম্মুদ্দীন পাওয়া হইতে ১১ ক্রোশ দূরে একডালা নামক দুৰ্গে আশ্রয় গ্রহণ করেন । এই সময়ে দন্তপানের সদলবলে আসিয়া তাহাকে রক্ষা করিয়াছিলেন। র্তাহীদের কৌশলে দিল্লীশ্বর সন্ধি করিয়া দিল্লীতে প্রস্থান করেন। দিল্লীশ্বরের পক্ষীয় গৌড়ের মুসলমান আমীর ওমরাহগণ অনেকে ইলিয়াসের বিরুদ্ধাচরণ করিতেছিলেন। কিন্তু দত্তখাদিগের প্রভাবে তাছার বিশেষ কিছু করিতে পারেন.নাই। এমন কি, তাহাদের চেষ্টার ও শাসনকর্তৃত্বপ্রভাবে ১৩৫৭ খৃষ্টাব্দে দিল্লীশ্বর বাঙ্গলার স্বাধীনতা স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন। এই সময়ে গৌড়েশ্বর মালদহের নিকটবর্তী পাওয়া নগরে নূতন রাজধানী পত্তন করিয়াছিলেন। উsর বিহারে গণ্ডকনদ পৰ্য্যন্ত র্তাহার অধিকার বিস্তৃত