পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, পঞ্চমাংশ, উত্তররাঢ়ীয় কায়স্থ কাণ্ড, তৃতীয় খণ্ড).djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাপ্তপ গোত্র দত্তবংশ । ] উত্তররাষ্ট্ৰীক্স কাক্সস্থ-কাণ্ড Y్చల్ఫి বৰ্দ্ধনকুটরাজ ভগবান দেবের মৃত্যুকালে তঁহার এক মহিষী গর্ভবতী ছিলেন । যথাকালে তিনি এক পুত্ররত্ন প্রসব করেন। এ সময়ে ভগবান মণ্ডল সমস্ত সম্পত্তি অধিকার করিয়া বসিয়াছেন। পাছে তাহার স্বার্থসিদ্ধির জন্ত তিনি রাজকুমারের প্রাণসংহার করেন, এই ভয়ে রাণী শিশু কুমারকে লইয়া গোপনে দিনাজপুরে পলাইয় আসেন। এ সময়ে রাজা ভগবানের পুত্র রূপরাম দিনাজপুরের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। তিনি রাণী ও শিশু রাজকুমারকে সসন্মানে আশ্রয় দিয়াছিলেন। রাজা রূপরাম জানিতেন বৰ্দ্ধনকুটরাজ র্তাহার পিতার একান্ত বন্ধু এবং অপুত্রক অবস্থার মৃত্যুকালে তিনি সমুদয় রাজ্য র্তাহার পিতাকে দিয়া গেলেও যখন তাহার প্রকৃত উত্তরাধিকারী জন্মগ্রহণ করিয়াছে, তখন সেই রাজত্ব পাইবে। তিনি রাজ্যপহারক ভগবান মণ্ডলকে এ কথা জানাইয়া উপযুক্ত লোক পাঠাইলেন। কিন্তু মণ্ডল রাজা রূপরামের কথায় কর্ণপাত্ত করিলেন না । মণ্ডল বুঝিয়াছিলেন, দিনাজপুরপতি সহজে ছাড়িবেন না। এ কারণ তিনিও অজস্র অর্থব্যয় করিয়া বহু সৈন্ত সংগ্ৰহ করিয়া ফেলিলেন। অল্পদিন মধ্যেই ঘোরতর যুদ্ধ বাধিল । রাজা রূপরাম প্রথমতঃ শক্রপক্ষের অবস্থা না বুঝিয়া অল্পসংখ্যক সৈন্ত পঠাইয়৷ ছিলেন। তাহারা পরাজিত হইয়া ফিরিয়া আসে। ইহার পরই বর্ষ আসিয়া পড়িল, সুতরাং রাজা রূপরাম এবার আর সুবিধা করিতে পারিলেন না। ভগবান মণ্ডলের প্রভাব বাড়িয়া গেল। এই ঘটনার পূৰ্ব্বেই কালাপাহাড়ের অভু্যদয় । সৰ্ব্বত্র প্রচারিত হইল ৰে কালাপাহাড় উৎকলের দেবমূৰ্ত্তি সকল ধ্বংস করিয়া মহাস্থানের দেবকীৰ্ত্তি নই করিতে আসিতেছে, এ সংবাদে সকলেই সশঙ্কিত হইল। হিন্দুর এই দারুণ দুর্দিনের সময় ভগবান মণ্ডল ও রাজা রূপরাম কিছুদিনের জন্ত পরস্পর বিরুদ্ধাচরণ ভুলিয়া গিয়াছিলেন । এ দিকে রাজা কুপরাম নিশ্চিন্ত ছিলেন না । তিনি ভিতরে ভিতরে প্রভূত বল সঞ্চয় করিতেছিলেন । তিনি কমলনয়ন ঘোষের পুত্র মহাবীর জগদানন্দ ঘোষকে সেনানায়ক করিয়া ভগবান মগুলকে দমন করিতে পাঠাইলেন। উত্তররাঢ়ীয় কুলগ্রন্থে জগদানন্দ অর্জুনের ষ্ঠায় চরিত্রবান মহাবীর এবং অশ্বঘাটদেশবিজেতা বলিয়া পরিচিত হইয়াছেন। তখনও পাঠান রাজত্বের অবসান হয় নাই-সুলতান সুলেমন কররাণী ভগবান মণ্ডলকে জমিদার বলিয়া স্বীকার করিয়া লইয়াছিলেন। সুতরাং তাহাকে একেবারে উড়াইয়া দেওয়া কাহারও সাধ্য ছিল না । যাহা হউক জগদানন্দের বীরত্বে অশ্বঘাট জয় হইলে ভগবান মণ্ডল অশ্বঘাট বা মেড়াঘাট পরগণার পূর্বাংশ ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। * অল্পদিন পরেই মুলতান কররাণীর পুত্র গৌড়পতি দাউদ আকবরের সেনানীর হস্তে পরাজিত ও পৃষ্ঠ প্রদর্শন করিতে বাধ্য হইলেন, তাহার সহিত গৌড়বঙ্গ পাঠান রাজত্বের অবসান হইল। যখন দক্ষিণবঙ্গে পাঠান রাজত্বের অবসান এবং মোগল প্রভাব বিস্তৃত হইতেছিল, তৎকালে উত্তরবঙ্গে কতকট অরাজকতা উপস্থিত হইয়াছিল, সন্দেহ নাই। এই সময় সরকার ষোড়া,