পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মত্ত সাগর দিল পাড়ি গহনরাত্রিকালে ঐ যে আমার নেয়ে। ঝড় বয়েচে, ঝড়ের হাওয়া লাগিয়ে দিয়ে পালে আস্চে তরী বেয়ে। কালো রাতের কালী-ঢালা ভয়ের বিষম বিষে আকাশ যেন মূচ্ছি’ পড়ে সাগর সাথে মিশে, উতল ঢেউয়ের দল ক্ষেপেচে, না পায় তা’রা দিশে, উধাও চলে ধেয়ে । হেনকালে এ দুদিনে ভাব ল মনে কি সে কূল ছাড়া মোর নেয়ে ? এমন রাতে উদাস হয়ে কেমন অভিসারে আসে আমার নেয়ে ? শুদ পালের চমক দিয়ে নিবিড় অন্ধকারে আসচে তরী বেয়ে । কোন ঘাটে যে ঠেকবে এসে কে জানে তা’র পাতি, পথহার কোন পথ দিয়ে সে আসবে রাতারাতি, কোন অচেনা আঙিনাতে তারি পূজার বাতি রয়েচে পথ চেয়ে ? আগৌরবার বাড়িয়ে গরব করবে আপন সাথী বিরহী মোর নেয়ে। Y 8