পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলাকা এ কথা জানিতে তুমি, ভারত-ঈশ্বর সা-জাহান, । কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান । শুধু তব অন্তর-বেদন চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল এ সাধন , \ রাজশক্তি বজ-সুকঠিন সন্ধ্যারক্তরাগসম তন্দ্রাতলে হয় হোক লীন, কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য-উচ্ছসিত হয়ে সকরুণ করুক আকাশ এই তব মনে ছিল আশ । হীরামুক্তামণিক্যের ঘটা যেন শুন্য দিগন্তের ইন্দ্রজাল ইন্দ্ৰধনুচ্ছটা যায় যদি লুপ্ত হয়ে যাক, l শুধু থাক একবিন্দু নয়নের জল কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল।