পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোন ক্ষণে স্বজনের সমুদ্রমন্থনে উঠেছিল দুই নারী অতলের শয্যাতল ছাড়ি’ । একজন, উৰ্ব্বশী, সুন্দরী, বিশ্বের কামনারাজ্যে রাণী, স্বগের অপসরী। অন্তজনা লক্ষী সে কল্যাণী, বিশ্বের জননী তীরে জানি, স্বগের ঈশ্বরী। একজন তপোভঙ্গ করি’ উচ্চহাস্য-অগ্নিরসে ফান্থনের সুরাপাত্র ভরি’ নিয়ে যায় প্রাণমন হরি’, দুহাতে ছড়ায় তারে বসন্তের পুষ্পিত প্রলাপে, রাগরক্ত কিংশুকে গোলাপে, নিদ্রাহীন যৌবনের গানে। আরজন ফিরাইয়া আনে অশ্রুর শিশির-স্বানে স্নিগ্ধ বাসনায় ; "לט\