পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৮ : ৩e = ১ , ১৭ ৷ ] দ্বারা বিভাগ করিবে, তাহা এই ; এবং তাহীদের ঐ সকল অংশ, ইহা প্ৰভু সদাপ্রভু বলেন । আর নগরের এই সকল পরিসর হইবে উত্তর পার্শ্বে পরিমাণে চারি সহস্ৰ পাঁচ শত [ হস্ত ] * । ৩১ আর নগরের দ্বার সকল ইস্রায়েল-বংশগুলির নামানুসারে হইবে ; তিন দ্বার উত্তরদিকে থাকিবে : রূবেণের এক দ্বার, যিহুদার এক দ্বার ও লেবির এক ৩২ দ্বার। পূৰ্ব্ব পার্শ্বে চারি সহস্ৰ পাচ শত [ হস্ত ]ঞ্চ, আর তিন দ্বার হুইবে যোষেফের এক দ্বার, বিস্তা Woe যিহিস্কেল – দানিয়েল । 《3 ৩৩ মীনের এক দ্বার, দানের এক দ্বার , দক্ষিণ গন্ধে পরিমাণে চারি সহস্ৰ পাঁচ শত [ হস্ত ], # আর তিন দ্বার হুইবে শিমিয়োনের এক দ্বার, ইষাথরের এক ৩৪ দ্বার ও সবুলুনের এক দ্বার। আর পশ্চিম গাত্ত্বে চারি সহস্ৰ পাচ শত [হস্ত ]ঞ্চ ও তাহার তিন দ্বার হইবে গাদের এক দ্বার, আশেরের এক দ্বার ও ৩৫ নপ্তালির এক দ্বার। পরিধি আঠার সহস্র [ হস্ত]* পরিমিত হইবে ; আর সেই দিন অবধি নগরটর এই নাম হুইবে, “সদাপ্রভু তত্র” । দানিয়েলের পুস্তক। দানিয়েল ও তাহার তিন বন্ধু । Ş যিহুদী-রাজ বিহোয়কীমের রাজত্বের তৃতীয় বৎসরে বাবিল রাজ নবুখদনিৎসর যিরশালেমে ২ অtসিয়া নগর অবরোধ করিলেন। আর প্রভু তাহার হস্তে বিহ্রদ।-রাজ যিহেীয়াকীমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন ; আর তিনি সেইগুলি শিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন : এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার-গৃহে রাখিলেন। ৩ পরে রাজ অপেন নপুংসকগণের অধ্যক্ষ অস্পনসকে বলিয়া দিলেন, যেন তিনি ইস্রায়েল-সন্তানদের মধ্যে, ৪ বিশেষতঃ রাজবংশের ও প্রধানবর্গের মধ্যে কয়েক জন যুবককে আনয়ন করেন, যাহার নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাড়াইবার যোগ্য ; আর যেন তিনি তাহাদিগকে কল্দীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন। e পরে রাজ নিরূপণ করিলেন যে, তাহদের জন্ত রাজার অহারীয় দ্রব্য ও তাহার পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে, এবং তাহাদিগকে তিন বৎসর পরিপোষণ করিতে হইবে ; যেন সেই সময়ের শেষে ৬ তাহার রাজার নিকট দাড়াইতে পারে । তাহদের মধ্যে যিহ্রদ।-বংশীয় দানিয়েল, হুনানিয়, মীশায়েল ও ৭ অসরির ছিলেন। আর নপুংসকগণের অধ্যক্ষ তাহদের নাম রাগিলেন ; তিনি দানিয়েলকে বেণ্টশৎসর, হুনানিয়কে শত্রক, মাশায়েলকে মৈশক, ও অসরিয়কে আবেদ-নগো নাম দিলেন। - * ৮ কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে, তিনি রাজার আiহারীয় দ্রব্যে ও তাহীর পানীয় দ্রীক্ষা রসে আপনাকে অশুচি করবেন না ; এই জন্ত আগনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমক্তি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন । ৯ তখন ঈশ্বর সেই নপুংসকগণের অধক্ষের কাছে দানিয়েলকে অনুগ্রহের ও করুণার পাত্র করিলেন । ১০ তাহাতে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলকে উত্তর করিলেন, আমি আমার প্রভূ মহারাজকে ভয় কল্পি, তিনিই তোমাদের ভক্ষ্য ও পানীয় দ্রব্য নিরূপণ করিয়াছেন ; তিনি তোমাদের সমবয়ক যুবকগণের মুখ অপেক্ষ তোমাদের মুখ কেন শুষ্ক দেখিবেন ? ইহাতে তোমরা রাজার নিকটে আমার মস্তক সংশয়১১ স্থল করবে। পরে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েল, হননিয়, মশায়েল ও অসরিয়ের উপরে যে গৃহীধ্যক্ষকে নিযুক্ত করিয়াছিলেন, তাহাকে দানিয়েল কহি১২ লেন, আপনি অনুগ্রহ করিয়া দশ দিন আপনার দাসদের পরীক্ষা করুন ; ভোজন পান করিবার নিমিত্ত ১৩ আমাদিগকে সবজি ও জল দিতে আজ্ঞা হউক ; পরে আপনার সম্মুখে আমাদের কান্তির এবং রাজকীয় ভক্ষ্যভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হউক ; পরে আপনি যেমন দেখিবেন, তদনুসারে আপনার এই ১৪ দাসদের সহিত ব্যবহার করিবেন। তখন তিনি তাহtদের এই কথায় কর্ণপাত করিয়া দশ দিন পর্য্যন্ত ১৫ তাহদের পরীক্ষা করলেন। দশ দিন অন্তে দেখা গেল, রাজকীয় ভক্ষ্যভোগী সকল যুবক অপেক্ষ ইহার ১৬ স্বরূপ ও মাংসল । এই জন্ত গৃহাধ্যক্ষ তাহদের ঐ আiহারীয় দ্রব্য ও পানীয় দ্রীক্ষারস রহিত করিয়া তাহাদিগকে সবজি দিতে থাকিলেন । ১৭ আর ঈশ্বর সেই চারি জন যুবককে সমস্ত গ্রন্থে ও

  • ( বা ) নিল ।
  • (ব' ) {লল] ।

7:5