পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৭৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ; 6 - లి ; * I } নিকটবৰ্ত্তী, তাহ নিকটবৰ্ত্তী, অতি শীঘ্ৰ আসিতেছে ; ঐ সদাপ্রভুর দিনের শব্দ ; সেখানে বীর তীব্র আর্ভরব ১৫ করিতেছে। সেই দিন ক্রোধের দিন, সঙ্কটের ও সঙ্কোচের দিন, নাশের ও সৰ্ব্বনাশের দিন, অন্ধকারের ও ১৬ তিমিরের দিন, মেঘের ও গাঢ় তিমিরের দিন, তুরীধ্বনির ও রণনাদের দিন ; তাহ প্রাচীরবেষ্টিত নগর ১৭ ও উচ্চ দুর্গ সকলের বিপক্ষ । আমি মনুষ্যদিগকে দুঃখ দিব ; তাহারা অন্ধের স্থায় ভ্রমণ করিবে, কারণ তাহার। সদাপ্রভূর বিরুদ্ধে পাপ করিয়াছে তাহাদের রক্ত ধূলার স্তায় ও তাহীদের মাংস মলের স্থায় ঢালা ১৮ যাইবে । সদাপ্রভুর ক্রোধের দিনে তাহদের রৌপ্য কি তাহাদের সুবর্ণ তাহাদিগকে উদ্ধার করিতে পারবে না ; কিন্তু তাহার অন্তর্জালার তাপে সমস্ত দেশ অগ্নিভক্ষিত হইবে, কেননা তিনি দেশ-নিবাসী সকলের বিনাশ, ই, ভয়ানক সংহার করিবেন। ९ হে লজ্জাহীন জাতি, তোমরা একত্র হও, ই, একত্র হও, কেননা দণ্ডাজ্ঞ সফল হইবার সময় হইল, দিন ত তুষের স্থায় উড়িয়া যাইতেছে ; সদাপ্রভুর ক্রোধাগ্নি তোমাদের উপরে তালিয়া পড়িল, সদাপ্রভুর ক্রোধের দিন তোমাদের উপরে আসিয়া পড়িল । ৩ হে দেশস্থ সমস্ত নম্র লোক, তাহার শাসন পালন করিয়াছ যে তোমরা, তোমরা সদাপ্রভুর অন্বেষণ কর, ধৰ্ম্মের অনুশীলন কর, নম্রতার অনুশীলন কর ; হয় ত সদাপ্রভুর ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাইবে । ভিন্ন ভিন্ন দেশের উপরে দণ্ড । ৪ কারণ ঘসা পরিত্যক্ত, ও অস্কিলোন ধ্বংসস্থান হুইবে ; অস্দোদের লোকের মধ্যাহ্নকালে তাড়িত ৫ হইবে, ও ইক্রেীণ উন্মুলিত হইবে । ধিক্ সমুদ্রের উপকূল-নিবাসিগণকে, করেথীয়গণের জাতিকে । হে কনান, পলেষ্টীয়দের দেশ, সদাপ্রভুর বাক্য তোমাদের বিপক্ষ : আমি তোমাকে এমন উচ্ছিন্ন করিব যে, ৬ তোমাতে আর কেহ বসতি করিবে না। আর সমুদ্রের তীরস্থ অঞ্চল বাখানে, মেষপালকদের গহবরে ও মেষের ৭ খোয়াড়ে পরিণত হইবে। সেই অঞ্চল যিহুদী-কুলের অবশিষ্টাংশের অধিকার হইবে ; তাহারা তাহার উপরে [আপন আপন পাল] চরাইবে ; সন্ধ্যাকালে অস্কিলোনের গৃহে গৃহে শয়ন করিবে ; কেননা তাহাদের ঈশ্বর সদাপ্রভু তাহাদের তত্ত্বাবধান করিবেন, ও তাহীদের বন্দিত্ব ফিরাইবেন । ৮ আমি মোয়াবের টিটুকারি ও অন্মোন-সন্তানদের কটুকটব্য শুনিয়াছি ; তাহার। আমার প্রজাদিগকে টিটুকারি দিয়াছে, আর তাহাদের সীমার প্রতিকূলে ৯ আপনাদিগকে বড় করিয়াছে। এই জন্ত বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমার জীবনের দিব্য, মোয়াব অবগু সদোমের তুল্য, এবং সফনিয় । C অন্মোন-সন্তানেরা ঘমোরার তুল্য হুইবে, বিছুটির আশ্রয়, লবণের কুপ ও নিত্য ধ্বংসস্থান হইবে । আমার প্রজাগণের অবশিষ্টাংশ তাহদের সম্পত্তি লুট করিবে, ও আমার জাতির অবশিষ্ট লোকের তাহদের ১• অধিকার পাইবে । এই তাহীদের অহঙ্কারের প্রতিফল : কেননা তাহার টিটুকারি দিয়াছে, বাহিনীগণের সদাপ্রভুর প্রজাদের বিরুদ্ধে আপনাদিগকে বড় করিয়াছে। ১১ সদাপ্রভু উহাদের প্রতি ভয়ঙ্কর হইবেন, কারণ তিনি পৃথিবীন্থ সমস্ত দেবতাকে ক্ষীণ করিবেন, এবং মনুষ্যেরা সকলে আপন আপন স্থান হইতে র্তাহার কাছে প্ৰণিপাত করিবে, জাতিগণের উপকুল-সমূহ করিবে । ১২ হে কুশীয়গণ, তোমরাও আমার খড়েগ নিহত হইবে। ১৩ আর তিনি উত্তরদিকের বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিবেন, অশুরকে বিনষ্ট করবেন, এবং নীনবীকে ধ্বংসিত ও প্রান্তরের দ্যায় জলহীন স্থান করিবেন। ১৪ আর তাহার মধ্যে পশুপাল ও সৰ্ব্বপ্রকার বিজাতীয় জীবের ঝাক শয়ন করিবে, পাণিভেল ও শজারু তাহার স্তম্ভের মাথলার উপরে রাত্রি যাপন করিবে: বাতায়নের মধ্য দিয়া তাহদের গানের রব শুন৷ যাইবে ; গোবরাটে উৎসন্নত থাকিবে ; কেননা তিনি ১৫ তাহার এরসকাষ্ঠের কৰ্ম্ম অনাবৃত করিয়াছেন। এই সেই উল্লাসপ্রিয়া নগরী, যে নির্ভয়ে বসিয়া থাকিত, যে মনে মনে বলিত, আমিই অাছি, আম৷ ভিন্ন আর কেহ নাই ; সে একেবারে ধ্বংসের আস্পদ হইল, পশুদের শয়নস্থান হইল । যে কেহ তাহার নিকট দিয়া যাইবে, সে শীস দিবে, আপন হস্ত সঞ্চালন করিবে । যিহুদীদের পাপ ও ভাবী কুশল । ○ ধিক্ সেই বিদ্রোহিণী ও ভ্রষ্টাকে, সেই অত্যtচার-কারিণী নগরীকে । সে রব শুনে নাই, শাসন গ্রহণ করে নাই, সদাপ্রভুতে নির্ভর করে নাই, আপন ৩ ঈশ্বরের নিকটে আইসে নাই । তাহার মধ্যস্থিত অধ্যক্ষগণ গৰ্জ্জনকারী সিংহ, তাহার বিচারকর্তৃগণ সায়ংকালীন কেন্দুয়া ব্যাঘ্র ; তাহার প্রাতঃকালের জন্য ৪ কিছুমাত্র অবশিষ্ট রাখে না । তাহার ভাববাদিগণ দাস্তিক ও বিশ্বাসঘাতক, তাহার যাজকগণ পবিত্রকে অপবিত্র করিয়াছে, তাহারা ব্যবস্থার বিরুদ্ধে অত্যা৫ চার করিয়াছে। তাহার মধ্যবৰ্ত্তী সদাপ্রভু ধৰ্ম্মশীল ; তিনি অদ্যায় করেন না, প্রতিপ্রভাতে তিনি আপন বিচার আলোকে স্থাপন করেন, ক্রটি করেন না : ৬ কিন্তু অদ্যায়াচারী লজ্জা জানে না। আমি জাতিগণকে উচ্ছিন্ন করিয়াছি, তাহদের উচ্চ দুর্গ সকল ধ্বংসিত হইয়াছে ; আমি তাহাদের পথ শূন্ত করিয়াছি, তাহ। দিয়া কেহ আর চলে না ; তাহীদের নগর সকল লুপ্ত হইয়াছে, তথায় মনুষ্য নাই, কোন বাসকারী ৭ আর নাই। আমি কহিলাম তুমি অবস্ত আমাকে 757