পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/৮৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ; २२-G ; २ ॥ হে নারি, আমার কথায় বিশ্বাস কর ; এমন সময় আসিতেছে, যখন তোমরা না এই পৰ্ব্বতে, না যিরূ২২ শালেমে, পিতার ভজনা করিবে । তোমরা যাহা জান না, তাহার ভজনা করিতেছ ; আমরা যাহা জানি, তাহার ভজনা করিতেছি, কারণ যিহুদীদের মধ্য হইতেই ২৩ পরিত্রাণ। কিন্তু এমন সময় আসিতেছে, বরং এখনই উপস্থিত, যখন প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে ; কারণ বাস্তবিক পিতা এইরূপ ২৪ ভজনাকারীদেরই অন্বেষণ করেন। ঈশ্বর আত্মা ; আর যাহারা তাহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ২৫ ও সত্যে ভজনা করিতে হইবে । স্ত্রীলোকটী তাহাকে বলিল, আমি জানি, মশীহ আসিতেছেন–র্যাহাকে খ্রীষ্ট বলে—তিনি যখন আসিবেন, তখন জামাদিগকে ২৬ সকলই জ্ঞাত করিবেন। যীশু তাহাকে বলিলেন,তোমার সহিত কথা কহিতেছি যে আমি, আমিই তিনি। ২৭ এই সময়ে তাহার শিষ্যগণ আসিলেন, এবং আশ্চৰ্য্য জ্ঞান করিলেন যে, তিনি স্ত্রীলোকের সহিত কথা কহিতেছেন, তথাপি কেহ বলিলেন না, আপনি কি চাহেন ? কিম্বা, কি জন্য উহার সহিত কথা ২৮ কহিতেছেন ? তখন সে স্ত্রীলোকটা আপন কলশী ফেলিয়। রাখিয়া নগরে গেল, আর লোকদিগকে কহিল, ২৯ আইস, একটা মানুষকে দেখ, আমি যাহা কিছু করিয়াছি, তিনি সকলই আমাকে বলিয়া দিয়াছিলেন ; ৩• তিনিই কি সেই খ্ৰীষ্ট নহেন ? তাহারা নগর হইতে বাহির হইয় তাহার নিকটে আসিতে লাগিল । ৩১ ইতিমধ্যে শিষ্যেরা তাহাকে বিনতি করিয়া কহিলেন, ৩২ রবিব, আহার করুন। কিন্তু তিনি তাহাদিগকে বলিলেন, আহারের জন্য আমার এমন খাদ্য আছে, ৩৩ যাহা তোমরা জান না। অতএব শিষ্যেরা পরস্পর বলিতে লাগিলেন, কেহ কি ইহঁাকে খাদ্য আনিয়া ৩৪ দিয়াছে ? যীশু তাহাদিগকে বলিলেন, আমার খাদ্য এই, যিনি আমাকে পাঠাইয়াছেন, যেন তাহার ইচ্ছা ৩৫ পালন করি ও তাহার কার্য্য সাধন করি । তোমরা কি বল না, আর চারি মাস পরে শস্য কাটিবার সময় হইলে ? দেখ, আমি তোমাদিগকে বলিতেছি, চক্ষু তুলিয়া ক্ষেত্রের প্রতি দৃষ্টিপাত কর, শস্য এখনই কাটিবার মত শ্বেতবর্ণ ৩৬ হইয়াছে । যে কাটে সে বেতন পায়, এবং অনন্ত জীবনের নিমিত্ত শস্য সংগ্রহ করে ; যেন, যে বুনে ও ৩৭ যে কাটে, উভয়ে একত্র আনন্দ করে। কেনন। এ স্থলে এই কথা সত্য, এক জন বুনে, আর এক জন ৩৮ কাটে। আমি তোমাদিগকে এমন শস্য কাটিতে প্রেরণ করিলাম, যাহার জন্য তোমরা পরিশ্রম কর নাই ; অন্যেরা পরিশ্রম করিয়াছে, এবং তোমরা তাহাদের শ্রম-ক্ষেত্রে প্রবেশ করিয়াছ । সেই নগরের শমরায়ের অনেকে সেই স্ত্রীলোকের কথা প্রযুক্ত র্তাহাতে বিশ্বাস করিল, যে সাক্ষ্য দিয়াছিল, আমি যাহা কিছু করিয়াছি, তিনি আমাকে সকলই ৪০ বলিয়া দিলেন । অতএব সেই শমরীয়ের যখন তাহার wరి যোহন । > ○ নিকটে আসিল, তখন তাহাকে বিনতি করিল, যেন তিনি তাহীদের কাছে অবস্থিতি করেন : তাহাতে ৪১ তিনি দুই দিবস সেখানে অবস্থিতি করিলেন। তখন আরও অনেক লোক তাহার বাক্য প্রযুক্ত বিশ্বাস ৪২ করিল ; আর তাহারা সেই স্ত্রীলোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি, সে আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে, ইনি সতাই জগতের ত্রাণকৰ্ত্ত । সেই দুই দিনের পর তিনি তথা হইতে গালালে ৪৪ গমন করিলেন। কারণ যীশু আপনি এই সাক্ষ্য দিয়াছিলেন যে, ভাববাদী নিজ দেশে সমাদর পান ৪৫ না । অতএব তিনি যখন গালীলে আসিলেন, তখন গালীলায়েরা তাহাকে গ্রহণ করিল, কারণ যিরশালেমে পকেবর সময়ে তিনি যাহা যাহা করিয়াছিলেন, সে সমস্ত তাহার। দেখিয়াছিল ; কেননা তাহারাও সেই পর্বে গিয়াছিল । যীশু এক জন রোগীকে সুস্থ করেন । পরে তিনি আবার গালীলের সেই কান্না নগরে গেলেন, যেখানে জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন। আর, এক জন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহমে ৪৭ পীড়িত ছিল। যীশু যিছুদিয়া হইতে গালীলে আসিয়াছেন, শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন, এবং বিনতি করিলেন, যেন তিনি গিয়া তাহার পুত্রকে ৪৮ সুস্থ করেন ; কারণ সে মৃতপ্রায় হইয়াছিল। তখন যীশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখ, তোমরা কোন মতে বিশ্বাস করিবে না । ৪৯ সেই রাজপুরুষ তাহাকে কহিলেন, হে প্রভু, আমার ৫০ ছেলেট না মরিতে মরিতে আইস্কন। যীশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্ৰটী বাচিল। যীশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন, তিনি তাহ বিশ্বাস করিয়া ৫১ চলিয়া গেলেন। তিনি যাইতেছেন, এমন সময়ে তাহার দাসের তাহার নিকটে আসিয়া বলিল, আপনকার ৫২ বালকট বাচিল । তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন ঘটিকায় তাহার উপশম আরস্ত হইয়াছিল ? তাহার। তাহাকে বলিল, কল্য সপ্তম ৫৩ ঘটিকার সময়ে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে। তাহাতে পিতা বুঝিলেন, যীশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্ৰটী বাচিল ; আর তিনি আপনি ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন । ৫৪ যিছুদিয়া হইতে গালীলে আসিবার পর যীশু আবার এই দ্বিতীয় চিহ্ন-কাৰ্য্য করিলেন। যীশু আর এক জন রোগীকে সুস্থ করেন, ও উপদেশ দেন । (ζ ইহার পরে যিহুদীদের একটা পৰ্ব্ব উপস্থিত হইল ; আর যীশু যিরশালেমে গেলেন। ২ ফিরশালেমে মেষ-দ্বারের নিকট একটী পুষ্করিণী আছে, 8 ○ 8W。 93