পাতা:বাঙ্গলার পরিচিত পাখী.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৮ ]

অন্তর্জাতি বিভাগ আছে। দ্বিতীয় সংস্করণে অন্তর্জাতির নাম ঢুকাইয়া নামটাকে দীর্ঘ করা হইয়াছে। আমি প্রথম সংস্করণের নামগুলিই দিলাম। যদি কেহ বৈজ্ঞানিক আলোচনা করিতে চান, উহাতেই তাহার কাজ চলিবে, খুঁজিয়া লইতে অসুবিধা হইবে না।

 শ্রীযোগরঞ্জন দাসগুপ্ত মহাশয় বহু পরিশ্রমে পাখীর ছবি আঁকিয়া দিয়া পুস্তকের সৌষ্ঠব বৃদ্ধি করিয়াছেন, সেজন্য তাহার নিকট আমি কৃতজ্ঞ।

১১৬, বিবেকানন্দ রোড,
কলিকাতা।
পিতৃপক্ষ, ১৩৫৫ সাল

শ্রীসুধীন্দ্রলাল রায়